নয়াদিল্লি: সমালোচনার মুখে পড়ে সিদ্ধান্ত বদলাল অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা Zomato. নিরামিষ খাবার পৌঁছে দেওয়ার জন্য পৃথক বহরের ঘোষণা করেছিল তারা। নয়া পরিষেবার নাম রাখা হয়েছিল, 'Pure Veg Mode', যার আওতায় নিরামিষ খাবার পৌঁছে দেওয়ার জন্য ডেলিভারি পার্টনারদের পোশাকের রং সবুজ হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তাদের এই সিদ্ধান্তে ডেলিভারি পার্টনার থেকে সাধারণ মানুষ বৈষম্যের শিকার হতে পারেন বলে অভিযোগ উঠেছিল। সেই নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েই সিদ্ধান্ত বদলাল Zomato. (Zomato Green Fleet)
সম্প্রতি 'Pure Veg Mode' পরিষেবার ঘোষণা করে Zomato. সংস্থার তরফে জানানো হয়, 'বিশুদ্ধ নিরামিষ' খাবার সরবরাহ করতে আলাদা বহর আনছে তারা। জানানো হয়, শুধুমাত্র নিরামিষ খাবার সরবরাহের জন্য পৃথক বহর আনছে তারা। এর আওতায় সবুজ রঙের পোশাক পরিহিত ডেলিভারি পার্টনারই খাবার পৌঁছে দেবেন গ্রাহকদের কাছে। সবুজ পোশাক দেখেই বোঝা যাবে যে ওই ডেলিভারি শুধুমাত্র নিরামিষ খাবার সরবরাহ করেন। আমিষ খাবার সরবরাহ করবেন লাল পোশাক পরিহিত ডেলিভারি পার্টনাররা। (Zomato Pure Veg Mode)
নয়া নিয়মের সপক্ষে Zomato জানায়, ভারতে সবচেয়ে বেশি সংখ্যক নিরামিষাশী মানুষের বাস। খাবার সরবরাহকারী ব্যক্তি কোনও ভাবে আমিষ খাবারের সংস্পর্শে আসেননি, এমন ডেলিভারি পার্টনারই পছন্দ বলে মতামত জানিয়েছিলেন তাঁদের একাংশ। বিশেষ করে উৎসব বা পুজোর সময় আবাসনের ভিতর আমিষ খাবার ঢোকা নিয়ে সমস্যা দেখা দেয়। পোশাক দেখে যদি বোঝা যায় নিরামিষ খাবার রয়েছে, তাহলে সমস্যা থাকবে না। সেই নিরিখেই শুধুমাত্র নিরামিষ- খাবার সরবরাহকারী বহর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিন্তু Zomato-র তরফে এই ঘোষণা হওয়া মাত্রই সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। ডেলিভারি পার্টনারের পোশাকের রং দেখে যদি আমিষ-নিরামিষের ফারাক বোঝা যায়, তাতে শুধুমাত্র ডেলিভারি পার্টনাররাই নন, সাধারণ মানুষকেও হেনস্থার মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন অনেকে। বিশেষ করে বিভিন্ন আবাসন বা বাড়িতে ভাড়া থাকেন যাঁরা, তাঁদের খাদ্যাভ্যাস নিয়ে সমস্যা দেখা দিতে পারে বলেও আশঙ্কা দেখা দেয়।
তাতেই বুধবার সিদ্ধান্ত বদল করল Zomato. সংস্থার CEO দীপেন্দ্র গোয়েল জানিয়েছেন, নিরামিষ খাবার সরবরাহকারী ডেলিভারি পার্টনারদের পোশাকের রং বদলের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তাঁরা। নিরামিষ খাবার সরবরাহ করতে আলাদা বহর আনা হলেও, পোশাকের রং পাল্টানো হচ্ছে না। আগের মতোই ডেলিভারি পার্টনাররা সকলে লাল পোশাকই পরবেন। রঙের নিরিখে কোনও পৃথকীকরণ হবে না।
সিদ্ধান্ত বদল করা নিয়ে Zomato জানিয়েছে, রং দেখে খাদ্যাভ্যাস বোঝা গেলে আমাদের গ্রাহকরাও যে সমস্যায় পড়তে পারেন, তা বুঝতে পেরেছে সংস্থা। তাদের জন্য কাউকে সমস্যায় পড়তে হলে, তা মোটেও ভাল কথা নয়। আগুপিছু না ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সকলের মতামত জানতে পেরে সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে তারা।