ব্য়াঙ্কক: পর্যটক ভর্তি চিড়িয়াখানায় ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। পর্যটকদের সামনেই চিড়িয়াখানার কর্মীকে ছিঁড়ে খেল সিংহের দল। গত দু’দশক ধরে ওই চিড়িয়াখানার পশুদের সেবা করছিলেন ওই ব্যক্তি। তারাই থাবা বসাল তাঁর শরীরে। ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তা চোখে দেখা যায় না। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। (Lions Attack Zookeeper)

Continues below advertisement

বুধবার তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের Safari World চিড়িয়াখানায় এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির নাম জিয়ান রাংখারাসামী। গত ২০ বছর ধরে ওই চিড়িয়াখানাতেই কর্মরত ছিলেন তিনি। পশুদের দেখভাল করতেন। বুধবার নিরাপত্তার তোয়াক্কা না করে গাড়ি থেকে নেমে সটান সিংহের এনক্লোজারে ঢুকে পড়েন। জীবন দিয়ে সেই ভুলের মাশুল গুনলেন তিনি। বয়স হয়েছিল ৫৮ বছর। (Bangkok Zoo)

ব্যাঙ্ককের ওই চিড়িয়াখানাটি অত্যন্ত জনপ্রিয়। পর্যটকদের সামনেই জিয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে সিংহের দল। প্রায় ১৫ মিনিট ধরে তাঁকে ছিঁড়ে খায় চার-পাঁচ সিংহ মিলে। শেষ পর্যন্ত উদ্ধার করে যাও বা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে জিয়ানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

Continues below advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, চোখের সামনে ওই দৃশ্য দেখে আঁতকে ওঠেন পর্যটকরা। গাড়ির হর্ন বাজিয়ে, চিৎকার করে সিংহের দলের নজর কাড়ার চেষ্টা করেন তাঁরা, যাতে জিয়ান পালাতে পারেন। কিন্তু কিছুতেই কাজ হয়নি। চারিদিক থেকে ঘিরে ধরে সিংহের দল জিয়ানকে ছিঁড়ে খেতে শুরু করে। জানা দিয়েছে, গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই জিয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে সিংহের দল। টানতে টানতে একটি গাছের কাছে নিয়ে যায়। তার পর শুরু হয় খুবলে খাওয়া।

প্রত্যক্ষদর্শী এক পর্যটক বলেন, “আমরা প্রথমে বুঝতেই পারিনি। ওই ব্য়ক্তি সিংহের দলের পরিচিত, তাই টানছে ভেবেছিলাম। কিন্তু ছিঁড়ে খেতে শুরু করলে পরিস্থিতি বুঝতে পারি।” ব্যাঙ্ককের বন্যপ্রাণ বিভাগের ডিরেক্টর জানিয়েছেন, জিয়ান যখন এনক্লোজারে উপস্থিত হন, সেই সময় সিংহের দল খাবার খাচ্ছিল। একজনের মেজাজ ভাল ছিল না। সে-ই প্রথম ঝাঁপিয়ে পড়ে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। নিরাপত্তার দিকটি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। PETA-র তরফে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। সিংহের দলকে অভয়ারণ্যে ছেড়ে দেওয়া উচিত বলে মত তাঁদের। যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, গত ৪০ বছরে এই প্রথম এমন ঘটনা ঘটল সেখানে। ভবিষ্যতে আরও সতর্কতা অবলম্বন করা হবে।