Himanta Biswa Sharma : এক লহমায় নিভে গেল বাতি। সিঙ্গাপুর নর্থ ইস্ট ফেস্টিভ্যালে গানের কথা ছিল তাঁর (Zubeen Garg Death)। সেই নিয়ে করেছিলেন পোস্ট। কিন্তু তার আগেই চলে গেলেন গ্যাংস্টার খ্য়াত 'ইয়া আলি' (Zubeen Garg Songs) গানের গায়ক জুবিন গর্গ (Zubeen Garg)। যে খবর সামনে আসতেই শোকের ছায়া নেমেছে সঙ্গীত জগত ছাড়াও বিভিন্ন মহলে। খোদ জুবিনের এই 'চলে যাওয়া' নিয়ে পোস্ট করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sharma)। 

শোক প্রকাশ করে কী বলেছেন মুখ্যমন্ত্রীএদিন এক্স হ্যান্ডেল জুবিনের মৃত্যর খবর নিয়ে আবেগঘণ পোস্ট করেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেন,' আজ অসম তার প্রিয় সন্তানদের একজনকে হারাল। অসমের জন্য জুবিন কী ছিল, তা বর্ণনা করার মতো ভাষা আমার কাছে নেই। উনি খুব তাড়াতাড়ি চলে গেলেন, এটা ওর যাওয়ার সময় নয়।।

অসমের সংস্কৃতির একজন অদম্য নেতাএই বলেই থেমে থাকেননি অসমের মুখ্য়মন্ত্রী। জুমিনের গান নিয়ে শর্মা বলেন,  জুবিনের কণ্ঠে মানুষকে উজ্জীবিত করার এক অতুলনীয় ক্ষমতা ছিল। তার সঙ্গীত সরাসরি আমাদের মন ও আত্মার সঙ্গে কথা বলত। উনি এমন একটি শূন্যস্থান রেখে গেলেন যা কখনও পূরণ হবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাকে অসমের সংস্কৃতির একজন অদম্য নেতা হিসেবে মনে রাখবে। তার কাজ আগামী দিন ও বছরগুলিতে আরও অনেক প্রতিভাবান শিল্পীকে অনুপ্রাণিত করবে।

গানের বাইরে জুবিনতাঁর সঙ্গীতের বাইরে, মানুষের সঙ্গে তার যোগাযোগ ও তাদের সাহায্য করার জন্য তার আবেগ সর্বদা স্মরণ করবে সবাই। তাঁর সঙ্গে আমার সব আলোচনা আমি মনে রাখব। সেই জাদুকরী কণ্ঠ চিরতরে নিস্তব্ধ হয়ে গেছে। যা ভাষায় প্রকাশ করা যায় না ! জুবিনের মৃত্যুতে আমি আমার সহ-নাগরিকদের সঙ্গে শোকাহত। ভাল থেকো, জুবিন ! তুমি সর্বদা অসমের প্রিয় রকস্টারই থাকবে।  

কীভাবে এই অঘটনশোনা যাচ্ছে, স্কুবা ডাইভিং করতে নেমেছিলেন তিনি। সেখানেই দ্রুত অসুস্থ হয়ে পড়েছিলেন। সূত্রের খবর, গায়ক অসুস্থ হয়ে যাওয়ার পরই তাঁকে দ্রুত সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শেষ মুহূর্ত পর্যন্ত তাঁকে প্রাণে বাঁচানোর চেষ্টা করে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি।