গুয়াহাটি : শেষ মুহূর্তে কী এমন হয়েছিল যে তাঁর প্রাণ চলে গেল ? জুবিন গর্গের মৃত্যু নিয়ে এই তথ্য জানতে চান তাঁর স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ। যথাযথ তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি। সাংবাদিকদের গরিমা বলেন, "আমরা জানতে চাই তাঁর কী হয়েছিল ? কেন এটা হল এবং কেন এমন অবহেলা হল ? আমরা জবাব চাই।" তাঁর মৃত্যুর আগে যারা তাঁর সঙ্গে ছিলেন তাঁদের "এর উত্তর দিতে হবে" বলে দাবি জানান তিনি। বলেন, "ওঁরা যখন জানতেন যে ও (জুবিন) সাঁতার কাটার অবস্থায় নেই, তখন ওঁরা কেন ওকে জল থেকে তুললেন না ? ওঁদের এটা করা উচিত ছিল।" গরিমা আরও বলেন, "ম্যানেজার সিদ্ধার্থ শর্মা জানতেন যে, জুবিন জল বা আগুনের কাছে যাবে না, কারণ এটা তার এপিলেপটিক সিজার বাড়িয়ে তুলবে। আমি ন্যায়বিচার চাই। আমি আমাদের সব প্রশ্নের যথাযথ তদন্ত ও জবাব চাই। তদন্ত প্রক্রিয়ায় আমার সম্পূর্ণ আস্থা আছে। পরিবার আশা করেছিল, যে সমস্ত মানুষ ওকে সঙ্গে নিয়ে গেছেন তাঁরা ওর যত্ন নেবেন। এখন আমরা বুঝতে পারছি ওঁরা সেটা করেননি।"

Continues below advertisement

জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় সিঙ্গাপুরে উত্তর-পূর্ব ভারত উৎসবের প্রধান আয়োজক শ্যামকানু মহন্ত এবং গায়ক জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে লুক-আউট নোটিস জারি করা হয়েছে। মহান্ত এবং শর্মা উভয়কেই ৬ অক্টোবরের মধ্যে গুয়াহাটিতে সিআইডি অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তাঁরা তা মেনে না চলেন, তাহলে অসম পুলিশ তাঁদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর কথায়, "জুবিন গর্গ আমাদের সম্পদ। শ্যামকানু মহান্ত, সিদ্ধার্থ শর্মা এবং আরও কয়েকজনকে আমাদের আরও অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। আমি শ্যামকানু মহান্ত এবং সিদ্ধার্থ শর্মাকে জানাতে চাই যে আপনারা জনগণের ধৈর্য পরীক্ষা করার চেষ্টা করবেন না। আমরা চাই, আপনারা দু'জনেই ৬ অক্টোবর অসমে থাকুন। আমরা চাই, আপনারা দু'জনেই ৬ অক্টোবর আইডি অফিসে উপস্থিত থাকুন। যদি আপনারা নির্দোষ হন, তাহলে দয়া করে সিআইডি অফিসে এসে বলুন আপনি কী বলতে চান। যখন অসমের মানুষ জুবিনের ন্যায়বিচারের জন্য আওয়াজ তুলছেন, তখন আমাকে এটা করতেই হবে। আমি অসমের জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে, মুখ্যমন্ত্রী হিসেবে সকল অভিযুক্তকে আইনের আওতায় আনা আমার কর্তব্য এবং আমি এই দায়িত্ব পালন করব। অসম পুলিশ ইতিমধ্যেই প্রমাণ করেছে যে প্রয়োজনে তারা দৃঢ় অবস্থান নিতে পারে।"

Continues below advertisement