Zubeen Garg: মাত্র ৫২ বছর বয়সেই চলে গিয়েছেন জুবিন গর্গ। তাঁর আকস্মিক প্রয়াণে হতবাক গোটা দেশ। তবে গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় অসমের বিভিন্ন প্রান্তের যে ছবি প্রকাশ্যে এসেছে, তা দেখে নিঃসন্দেহে এটা বলাই যায় যে, উত্তর-পূর্বের রাজ্য আক্ষরিক অর্থেই যেন সন্তানহারা হয়েছে। প্রিয় গায়ককে শেষবার বিদায় জানাতে, শেষ একবার চোখের দেখা দেখতে, একটু ফুল তাঁর কাছে পৌঁছে দেওয়ার জন্য বাঁধাভাঙা ভিড় দেখা গিয়েছে। আবেগতাড়ির আট থেকে আশি। চোখের জল কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। সবার মনে একটাই প্রশ্ন, 'এত তাড়াতাড়ি কেন?'... 

Continues below advertisement

অসমের ছেলে জুবিনের শেষযাত্রায় তাঁর সম্মানার্থে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে হিমন বিশ্ব শর্মার সরকার। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ২২ এবং ২৩ সেপ্টেম্বর 'ড্রাই ডে' ঘোষণা করেছেন। এছাড়াও অসমের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে বলেও জানিয়েছেন তিনি। এর পাশাপাশি কামরূপ জেলার সমস্ত সরকারি অফিস ২৩ সেপ্টেম্বর বন্ধ থাকবে। জুবিনের সম্মানার্থে গুয়াহাটি এবং জোরহাটে সমাধি ক্ষেত্রে নির্মাণ করা হবে। 

Continues below advertisement

জুবিন গর্গের শেষকৃত্য ২৩ সেপ্টেম্বর সম্পন্ন হবে একথা আগেই জানা গিয়েছে। এই প্রসঙ্গেও হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বিভিন্ন 'পাবলিক ভেন্যু'- তে জুবিনের শেষকৃত্যের আচার-অনুষ্ঠান বড় স্ক্রিনে দেখানোর পরিকল্পনা করা হচ্ছে যাতে, প্রিয় গায়ককে শেষবার বিদায় জানাতে একত্রিত হতে পারেন তাঁর অগুনতি ভক্ত, অনুরাগীরা। 

সিঙ্গাপুরে শো করতে গিয়েছিলেন জুবিন গর্গ। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। গায়কের মৃত্যুর তদন্তভার দেওয়া হয়েছে সিআইডি- র হাতে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। জুবিনের মৃত্যুর পর তাঁর ম্যানেজার এবং সিঙ্গাপুরে যাঁরা গায়কের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এরপরই গোটা ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দেন হিমন্ত বিশ্ব শর্মা।