মুম্বই: ঠিক গুপ্তধন (treasure) নয়, কিন্তু যে ভাবে 'তার' খোঁজ মিলেছে তা গুপ্তধনের থেকে কম কীসে? হাসপাতালের তলায় কিনা আস্ত একটা সুড়ঙ্গ (tunnel)? চমকে দেওয়ার মতো ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের জে জে হাসপাতাল (J J Hospital) চত্বরে। সূত্রের খবর, অন্তত ১৩২ বছর পুরনো একটি সুড়ঙ্গের খোঁজ মিলেছে সেখানে। অর্থাৎ হিসেব করে দেখলে সুড়ঙ্গটি ব্রিটিশ (british) আমলের। 


কী ভাবে খোঁজ?
জে জে হাসপাতালের মধ্যেই Sir Dinshaw Manockjee Petit Hospital for Women and Children-র ভবনের কোনও এক অংশ থেকে সম্ভবত জল চুঁইয়ে পড়ছিল। সেই নিয়ে খোঁজাখুঁজি শুরু হতেই সুড়ঙ্গটির হদিস পাওয়া যায়। হাসপাতালের ডিন, পল্লবী সাপ্লের বক্তব্য এর মধ্যেই মুম্বইয়ের কালেক্টর এবং মহারাষ্ট্রের প্রত্নতাত্ত্বিক বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ এবার সেখানে হেরিটেজ-ওয়াকের পরিকল্পনা করছেন। সুড়ঙ্গটির খুঁটিনাটি প্রাথমিক ভাবে যিনি দেখেছিলেন, সেই ডক্টর রাঠোর সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, সাড়ে চার ফুট মতো উচ্চতা তার। ইটের গাঁথনির একাধি স্তম্ভ ধরে রেখেছে সুড়ঙ্গটিকে। একেবারে মুখে রয়েছে একটি পাথরের দেওয়াল। 


কী ভাবে হদিস?
তিন ফুট বাই তিন ফুটের একটি বন্ধ ভেন্টিলেশন ডাক্টের ভিতর দিয়ে ওই সুড়ঙ্গের ভিতর ঢুকে পড়েছিলেন হাসপাতালের লোকজন। পরে দেখা যায়, সুড়ঙ্গের বহু জায়গায় এমন বন্ধ ডাক্ট তৈরি করা রয়েছে। জন অ্যাডামস নামে এক স্থপতির তৈরি ভবনের নিচেই ওই সুড়ঙ্গের হদিস মেলে। ভবনটি তৈরি শেষ হয়েছিল ১৮৯২ সালের ১৫ মার্চ। হাসপাতালের বহু প্রাক্তন আধিকারিকের মতে, ঠিক এর পিছনেই ব্রিটিশ আমলের আরও একটি ভবনের নিচে একেবারে একই রকম আরও একটি সুড়ঙ্গ রয়েছে। তবে সেই সুড়ঙ্গের কথা এখনও নিশ্চিত ভাবে বলা যায়নি। আপাতত যা ধারণা, তাতে দুটি ভবন সম্ভবত একটি সুড়ঙ্গের মাধ্যমে জোড়া। ভবনটি তৈরি করতে খরচ হয়েছিল ১ লক্ষ ১৯ হাজার টাকারও বেশি। শুধু সুড়ঙ্গ নয়, ব্রিটিশ আমলের বহু নির্মাণের সাক্ষ্য রয়েছে এই জে জে হাসপাতাল চত্বরে। তবে গুপ্তধন থুরি সুড়ঙ্গের সন্ধান পাওয়ার পর এই নিয়ে উৎসাহের জোয়ার বেড়ে গিয়েছে স্বাভাবিক ভাবেই। এমনিতেই এটি হেরিটেজ প্রপার্টি।
সুড়ঙ্গের খোঁজ কি নতুনতর কোনও আবিষ্কারের দিকে উজ্জীবিত করবে? ইতিহাসের আর কোনও কিছু কি লুকিয়ে রয়েছে এখানে?

আরও পড়ুন:শনির প্রভাবে টাকা অর্জন বৃষের, ব্যয় বাড়বে কর্কটের, পড়ুন, আজকের রাশিফল