Farewell Speech:  মৃত্যু অনিশ্চিত এক বিষয়। আর আজকাল হার্ট অ্যাটাক বা হৃদরোগে অনেক কমবয়সী ছেলে-মেয়েদেরও মৃত্যু ঘটতে দেখা যাচ্ছে যা একেবারেই অনভিপ্রেত। এই প্রবণতা অনেকটাই বেড়ে গিয়েছে এখন। আর ঠিক এমনই ঘটনা দেখা গেল সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে। ২০ বছর বয়সী এক ছাত্রীর আকস্মিক মৃত্যু। কলেজের বিদায় সম্বর্ধনার সময় মঞ্চে কথা বলতে বলতেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় সেই ছাত্রীর।

এর আগেও দেখা গিয়েছে ঘোড়ার উপর বসে থাকতে থাকতে হার্ট অ্যাটাকে ঢলে পড়েছেন কেউ, আবার অনেকে বিয়ের মঞ্চে আশীর্বাদ করতে গিয়েও আকস্মিক হৃদযন্ত্র বিকল হয়ে মারা গিয়েছেন। এবারে হার্ট অ্যাটাকে প্রাণ গেল এক ২০ বছর বয়সী তরুণীর। বিদায়ী ভাষণ দেওয়ার সময়েই হঠাৎ মঞ্চের মধ্যে ঢলে পড়েন সেই ছাত্রীটি।

বিদায় সম্বর্ধনা চলাকালীন হার্ট অ্যাটাক

বেশ কিছুদিন ধরেই সমাজমাধ্যমে হার্ট অ্যাটাকের নানারকম ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তে শুরু করেছে। আকস্মিক মৃত্যু হচ্ছে হার্ট অ্যাটাকে। মহারাষ্ট্রের ধারাশিব শহরের কলেজের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। বিদায়ী ভাষণ দিতে দেখা যাচ্ছে এক ২০ বছরের ছাত্রীকে। মহারাষ্ট্রের পারাণ্ডা তালুকের মহর্ষি গুরুভার্যা আরজে শিণ্ডে মহাবিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। সেই ছাত্রীর নাম জানা গিয়েছে বর্ষা কারাত। মরাঠিতে একটি বক্তৃতা দিতে ওঠেন তিনি। তারপর কথা বলার সময় শ্রোতাদের সঙ্গে সঙ্গে তিনিও হেসে ওঠেন। তারপর নেমে আসে তাঁর গলার স্বর, কথা বলার গতি কমে যায়। হঠাৎ মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। শ্রোতাদের মধ্যে থেকে অনেকেই ছুটে আসেন এই আকস্মিক ঘটনায়। সেই ছাত্রীটিকে তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা গিয়েছে ৮ বছর বয়সে বর্ষা কারাত নামের এই ছাত্রীর হার্ট সার্জারি হয়েছিল। কিন্তু বেশ কিছু বছর ধরে হৃদযন্ত্র জনিত কোনও সমস্যাও ছিল না তাঁর, ওষুধও খাচ্ছিলেন না কিছু। ডাক্তারদের মতে, কথা বলার সময় হার্ট অ্যাটাক আসে তাঁর, আর তাতেই মৃত্যু হয়।

৫০ বছর বয়সীর হার্ট অ্যাটাকে মৃত্যু 

কিছুদিন আগে উত্তরপ্রদেশের বেরিলির একটি ম্যারেজ এক দুর্ঘটনা ঘটে। ৫০ বছর বয়সী এক জুতো ব্যবসায়ী ওয়াসিম শেরাওয়াত তাদের ২৫তম বিবাহবার্ষিকী অর্থাৎ সিলভার জুবিলির পার্টিতে স্ত্রী ফারাহ-র সঙ্গে নাচছিলেন মঞ্চের উপর। তারপরেই ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। সেই ব্যক্তিটি নাচতে নাচতেই মাটিতে ঢলে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।