Viral Video: গান অনেকের জীবনেই সুখের সময়ের সঙ্গী। কেউ বা দুঃখের সময় সঙ্গে রাখেন সঙ্গীত। কথায় বলে সঙ্গীত পছন্দ করেন না এমন বোধহয় এই বিশ্বে কেউই নেই। সুরের সঙ্গে আত্মার টান অনুভব করেন প্রায় সকলেই। এবার এক ৮ বছরের বালকের সুরের জাদুতে মুগ্ধ হয়েছে নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাচ্চা ছেলেটির গানের ভিডিও। ট্রেনের আপার বার্থে অর্থাৎ একদম উঁচুতে থাকা বার্থে বসে গান ধরেছিল ওই বাচ্চা ছেলেটি। আর তার সুর, তাল এবং লয়ের জাদুতে মজেছিলেন সকলে। ট্যুইটারে ভাইরাল হয়েছে এই ভিডিও। ক্লাসিকাল গানের জাদুতে মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও। জানা গিয়েছে, এই বাচ্চা ছেলেটির নাম সূর্যনারায়ণ। চেন্নাই নিবাসী এই বালক এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। জানা গিয়েছে, বারাণসীর কাশী তামিল সঙ্গম থেকে ফিরছিল ওই বালক। অনুমান, সেখানেও সঙ্গীত পরিবেশন করতেই গিয়েছিল সে।


দেখে নিন সেই ভাইরাল ভিডিও


 






বাচ্চা ছেলেটির গান শুনে অবাক সকলেই। যেমন তার স্পষ্ট উচ্চারণ, তেমনই সঠিক সুর, তাল, লয় জ্ঞান। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ট্রেনের আপার বার্থে বসে আনমনে গেয়ে চলেছে বাচ্চা ছেলেটি। আর বিভোর হয়ে তার গান শুনছে আশপাশের সকলে। অনেকে মোবাইল বের করে বাচ্চা ছেলেটির পারফরম্যান্স ভিডিও করতে ব্যস্ত হয়েছেন। সত্যিই তো এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। তাই ফ্রেমবন্দি করতে চেয়েছেন অনেকেই। এমন মিষ্টি সুরেলা গলায় গান গেয়েছে সূর্যনারায়ণ যে তার ভিডিও ইতিমধ্যেই এক লক্ষ ভিউ পার করে ফেলেছে। লাইক, কমেন্টের পাশাপাশি অসংখ্যবার রিট্যুইট করা হয়েছে এই ভিডিও। ৮ বছরের সূর্যনারায়ণের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। একবাক্যে নেটিজেনরা বলেছেন, 'এমন মন ছুঁইয়ে যাওয়া কন্ঠস্বর, তাও এই বয়সে, এটা সত্যিই অভাবনীয়।' 


আরও পড়ুন- 'অবতার' দেখে অনুপ্রাণিত, হাঙরের পিঠে চড়ে 'জয়-রাইড'! ভাইরাল ভিডিও