নয়া দিল্লি: দেশে প্রায় প্রতিদিনই বেড়ে চলেছে টম্যাটোর দাম (Tomato Price) । খুচরো মূল্য দূরঅস্ত, পাইকারি মূল্যেও এমন দাম বৃদ্ধি হয়েছে যে মধ্যবিত্তের পক্ষে এই সবজিতে হাত ছোঁয়ানোই দুষ্কর। অবশ্য টম্যাটোর (Tomato) এই দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে টম্যাটো চুরিও হচ্ছে। কখনও ট্রাক, কখনও বাজার থেকে 'ছিনতাই' হচ্ছে মহার্ঘ টম্যাটো।
এই চুরি ঠেকাতেই মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের একজন কৃষক এক অভিনব পন্থা নিলেন। জমির মধ্যে এবার তিনি ক্যামেরা বসিয়েছেন। সেই সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) দিয়েই জমির ওপর নজর রাখছেন তিনি, যাতে টম্যাটো চুরি না হয়।
প্রসঙ্গত, মহারাষ্ট্রে, টম্যাটোর দাম প্রায় ১৬০ টাকা প্রতি কেজি। এই সবজিটি যে কোনো ভারতীয় পরিবারের প্রধান খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। মহারাষ্ট্রের ওই কৃষক বলেছেন, যে তিনি তার জমিতে ক্যামেরা বসাতে প্রায় ২২ হাজার টাকা খরচ করে ফেলেছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি প্রয়োজন আছে বলেই জানিয়েছেন তিনি। টম্যাটোর দাম বাড়ার ফলে এখন দামি ফল চুরির অনেক ঘটনা সামনে এসেছে।
সম্প্রতি কর্ণাটক পুলিশ জানিয়েছে সোমবার, কর্ণাটকের কোলার থেকে রাজস্থানের জয়পুরে প্রায় ২১ লক্ষ টাকার টম্যাটো পরিবহন করে একটি ট্রাক নিখোঁজ হয়েছে। অন্যদিকে, ঝাড়খণ্ডে চোরেরা একটি সবজি বাজারের দোকান থেকে প্রায় ৪০ কেজি টম্যাটো চুরি করেছে।
আরও পড়ুন, ঝাড়ুতেও 'পুষ্টি'! 'এ কী কোনও খাওয়ার জিনিস', প্যাকেট দেখে হেসে গড়াল ইন্টারনেট
পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামী দিনে টমেটোর দাম প্রতি কেজি ৩০০ টাকা ছুঁতে পারে এবং সবজির দামও বাড়তে পারে। কৃষি উৎপাদন বিপণন কমিটির (এপিএমসি) সদস্য কৌশিক বলেন, টম্যাটো, ক্যাপসিকাম এবং অন্যান্য মৌসুমি সবজির বিক্রি ব্যাপকভাবে কমে যাওয়ায় সবজির পাইকারি বিক্রেতারা লোকসানের সম্মুখীন হচ্ছেন।
তিনি বলেন, পাইকারি বাজারে টম্যাটোর দাম প্রতি কেজি ১৬০ থেকে ২২০ টাকা পর্যন্ত বেড়েছে, যার কারণে খুচরা দামও বাড়তে পারে।
প্রধান উৎপাদনকারী অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সরবরাহ ব্যাহত হওয়ার কারণে টম্যাটোর দাম এখন এক মাসেরও বেশি সময় ধরে বৃদ্ধির মধ্যে রয়েছে। আজাদপুর মান্ডির পাইকার সঞ্জাই ভগত সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, "হিমাচল প্রদেশে ভূমিধস এবং ভারী বৃষ্টির কারণে সবজি পরিবহনে অনেক অসুবিধা হচ্ছে। উৎপাদকদের কাছ থেকে সবজি রপ্তানিতে স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ৮ ঘণ্টা বেশি সময় লাগে, যার কারণে টম্যাটোর দাম প্রতি কিলোগ্রাম প্রায় ৩০০ টাকায় পৌঁছতে পারে।"