Viral Video: ভাবুন তো, আপনি কোনও বিলাসবহুল হোটেলের ছাদের সুইমিং পুলে আরাম করছেন, অবসর কাটাচ্ছেন, সূর্য ক্রমে ডুবে আসছে, হাল্কা ঠান্ডা হাওয়া বইছে চারপাশে, আর ঠিক সেই সময় বিপজ্জনক ভূমিকম্প হল... এক নিমেষে গোটা ঘটনাটাই (Bangkok Earthquake) বদলে যেতে পারে। মাটিটা কেঁপে উঠল যেন, সুইমিং পুলটা পুরোটা দুলে উঠল এবং সেখান থেকে গড়িয়ে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনাও ছিল। সাম্প্রতিক ব্যাঙ্ককের ভূমিকম্পে (Viral Video) এমনই ঘটনার সম্মুখীন হয়েছেন এক দম্পতি। আর তাদের সেই ভিডিয়ো এখন ভাইরাল সমাজমাধ্যমে।

২৮ মার্চ ভয়াবহ ভূমিকম্প দেখা দেয় মায়ানমারে আর তাঁর জের ছড়িয়ে পড়ে ব্যাঙ্কক, থাইল্যান্ডের দিকেও। ভূমিকম্পের কারণে মায়ানমারে (Myanmar Earthquake) প্রায় হাজার দশেক মানুষের মৃত্যু হয়েছে। এক দম্পতি সেদিন ব্যাঙ্ককের একটি বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে আরাম করছিলেন। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে তাদের দুজনেই পুলের একেবারে ধারে শুয়েছিলেন। আর তখনই ভূমিকম্পে গোটা বাড়িটা দুলে ওঠে। প্রথমে তারা ভাবেন যে এটা খুব হাল্কা কাঁপন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুরো হোটেল বিল্ডিং দুলে ওঠে। পুলের জল উথাল পাথাল হতে শুরু করে। আর মনে হয় তারা দুজন যেন পুল থেকে গড়িয়ে নিচে একেবারে মাটিতে পড়ে যাবেন।

আতঙ্কে চিৎকার করে ওঠে এই দম্পতি। আর এই ভিডিয়োতে দেখা যায় পুলের জল উপচে সেই ছাদ থেকে একেবারে বিল্ডিংয়ের নিচে পড়ে যাচ্ছে প্রচণ্ড তোড়ে। এই দৃশ্য দেখে বুক কেঁপে উঠবে। পুল নয়, যেন বিপজ্জনক ঝর্ণা। এই জলের তোড়ের সঙ্গে সেই দম্পতিও ভেসে পড়ে যেতে পারতেন। সামনেই ছিল সাক্ষাৎ মৃত্যু। কিন্তু অল্পের জন্য বেঁচে গেলেন তারা।

আর এই অবস্থা বেগতিক বুঝতে পেরে তড়িঘড়ি পুলের বাইরে উঠে আসার চেষ্টা করেন তারা। এদিক সেদিক ছুটোছুটি শুরু হয়ে যায়। সময়মত তারা পুলের বাইরে বেরিয়ে আসেন, নিজেদের কোনওভাবে বাঁচিয়ে নেন। এই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা।

ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ এই ভিডিয়ো দেখে ফেলেছেন। অনেকে ভিডিয়ো দেখে আতঙ্কে শিউরে উঠেছেন। অনেকে লেখেন যে সেই দম্পতি হয়ত অনেকটাই ভয় পেয়েছিলেন। তারা অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। আবার একজন বিদ্রুপ করে লেখেন, 'এদিকে ভূমিকম্প হচ্ছে আর তাদের রোমান্স করতে হচ্ছে'।