মহারাষ্ট্র: কেনার ৬ দিনের মধ্যে অচলাবস্থা স্কুটারের (Scooter)। ওলা (Ola) কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি সমাধান। প্রতিবাদে গাধার (Donkey) সঙ্গে স্কুটার বেঁধে সারা শহর ঘুরলেন মহারাষ্ট্রের (Maharastra) বাসিন্দা। যে ঘটনা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।


গাধার সঙ্গে স্কুটার বেঁধে প্রতিবাদ: মহারাষ্ট্রে বিড জেলার বাসিন্দা সচিন গিট্টে। দিনকয়েক আগে ওলার ইলেক্ট্রিক স্কুটার কেনেন তিনি। কিন্তু অভিযোগ, কেনার ঠিক ৬ দিনের মাথায় হঠাৎই বিকল হয়ে যায় ওই স্কুটার। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি সুরাহা। একাধিকবার অভিযোগ জানানো হয়েছে। কিন্তু কোনও সন্তোষজনক উত্তর মেলেনি বলে দাবি ওই ব্যক্তির। এরপরই প্রতিবাদে নামেন তিনি। যা ঘিরে তোলপাড় নেট দুনিয়া। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়। স্কুটারের সঙ্গে গাধাকে বেঁধেছেন তিনি। শুধু তাই নয়, ওই অবস্থায় সারা শহর ঘোরেন তিনি। তাঁর সাফ কথা, ওলা কর্তৃপক্ষকে যাতে কেউ বিশ্বাস না করে তাই সিদ্ধান্ত।


শহরজুড়ে অভিনব প্রতিবাদ ব্যবসায়ীর: এবিপি নিউজ সূত্রে খবর, সচিন গিট্টে মহারাষ্ট্রের পার্লির জেলার ব্যবসায়ী। গত বছর সেপ্টেম্বর মাসে তিনি একটি স্কুটার বুক করেন। ২৪ মার্চ সেই স্কুটার পান তিনি। কিন্তু কেনার ৬ দিনের মধ্যেই খারাপ হয়ে যায় সেই স্কুটার। গিট্টে কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করে। কিন্তু ওলার পক্ষ থেকে কারিগর দেখলেও বৈদ্যুতিক স্কুটারটি ঠিক হয়নি। তারপরেও একাধিকবার কাস্টমার কেয়ারে ওই ব্যক্তি যোগাযোগ করেছিলেন বলে জানিয়েছিলেন। কিন্তু কোনও সুরাহা হয়নি, উপরুন্তু দুর্ব্যবহার করা হয়। ক্ষুব্ধ ওই ব্যবসায়ী এরপই প্রতিবাদে নামার সিদ্ধান্ত নেন। ওলা স্কুটারের সঙ্গে গাধাকে বেঁধে রাস্তায় ঘুরে প্রতিবাদ জানান তিনি।


জানা গিয়েছে, গতকাল রবিবার এই অভিনব প্রতিবাদ দেখান তিনি। গোটা পার্লি শহরজুড়ে প্রতিবাদ দেখান তিনি। এদিন তিনি বলেন, “ হাজার কোটি টাকার জিনিস কিনলেও ওলা কোম্পানির গ্রাহকদের জন্য কোন আর্থিক সুরক্ষা নেই।‘’ ওলার জিনিস না কেনারও পরামর্শ দিয়েছেন সচিন গিট্টে।


আরও পড়ুন: World Oldest Person Died: ১১৯ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশ্বের প্রবীনতম মানুষ, জাপানের কেন টানাকা