Bengaluru Techie Suicide: বেঙ্গালুরুর ৩৭ বছর বয়সী আইটি কর্মী অতুল সুভাষের আত্মহত্যার ঘটনাকে ঘিরে তুমুল চর্চা নেটমাধ্যমে। আত্মহত্যার আগে একটি দেড় ঘণ্টার ভিডিয়ো রেকর্ডিং এবং ২৪ পাতার সুইসাইড নোটে অতুল লিখে গিয়েছিলেন স্ত্রী (Atul Subhash Suicide) এবং তাঁর পরিবারের অত্যাচার, হেনস্থার কারণেই মূলত তাঁকে এই চরম পথ বেছে নিতে হয়েছে। এই ঘটনার পরেই অতুল সুভাষের প্রাক্তন স্ত্রী এবং তার ভাই, মাকে গ্রেফতার (Bengaluru Techie Death) করেছে পুলিশ। অতুল সুভাষের মৃত্যুর মামলায় আজ রবিবার ১৫ ডিসেম্বর পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে অতুল সুভাষের স্ত্রীকে।
বেঙ্গালুরুর হোয়াইট ফিল্ড ডিভিশনের ডিসিপি শিবকুমার জানিয়েছেন যে, হরিয়ানার গুরগাঁও থেকে অতুল সুভাষের প্রাক্তন স্ত্রী নিকিতা সিঙ্ঘানিয়াকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে নিকিতা সিঙ্ঘানিয়ার মা নিশা সিঙ্ঘানিয়া এবং ভাই অনুরাগ সিঙ্ঘানিয়াকে প্রয়াগরাজ থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পেশ করা হয়েছে এবং ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।
পুলিশসূত্রে আরো জানা গিয়েছে যে, নিকিতার আরেক আত্মীয় সুশীল সিঙ্ঘানিয়াও এই মামলায় সন্দেহভাজনদের তালিকায় রয়েছেন। তাকেও জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হবে এবং তাঁকে এখন খোঁজা চলছে পুলিশের পক্ষ থেকে, এমনটাই জানা গিয়েছে। তবে এর আগেই এলাহাবাদ উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন নিকিতা এবং তাঁর পরিবার।
৯ ডিসেম্বর বেঙ্গালুরুর নিজের বাড়িতে অতুল সুভাষের মৃতদেহ পাওয়া যায়। ঘর থেকে একটা প্ল্যাকার্ডও পাওয়া যায় যাতে লেখা ছিল 'বিচার এখনও বাকি আছে'। আর এই আত্মহত্যার ঘটনায় অতুল সুভাষের ভাই থানায় এফ আই আর দায়ের করেছিলেন নিকিতা সিঙ্ঘানিয়া এবং তাঁর বাড়ির লোকদের উপর। আগে থেকে নিকিতার সঙ্গে বিবাহ বিচ্ছেদ এবং সন্তানের হেফাজত নিয়ে আইনি জটিলতায় জড়িয়েছিলেন। তাঁর নিজের বাড়ি উত্তরপ্রদেশের জৌনপুর আদালতে এই মামলা চলছিল। পুলিশ জানিয়েছে যে নিকিতার কারণেই অতুল মানসিক কষ্টে ছিলেন। এমনকী এই মামলা তুলে নেওয়ার বিনিময়ে ৩ কোটি টাকার দাবিও জানিয়েছিল নিকিতার পরিবার। ছেলেকে দেখার জন্য অতুলের কাছ থেকে ৩০ লক্ষ টাকাও চেয়েছিলেন নিকিতা, জানিয়েছেন পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: Bengaluru Techie Suicide: স্ত্রীর হাতে অত্যাচার-হেনস্থার শিকার, ২৪ পাতার নোট লিখে আত্মঘাতী IT কর্মী