ব্রাসিলিয়া: অন্ধকারের বুক চিরে হঠাৎ আলোর ঝলকানি। ঠিক যেন আকাশের মাঝ বরাবর নেমে এল বিদ্যুৎ (Lightning), সোজা ছুঁয়ে গেল রিও দি জেনেইরো-র (Rio de Janeiro) বিখ্যাত 'রিডিমার স্ট্যাচু'-র (Christ the Redeemer) মাথা। যিশুক্রিস্টের (Jesus Christ) ১০০ ফুট লম্বা ওই মূর্তির মাথায় যেন চুমু খেল বিদ্যুৎ। প্রায় অলৌকিক দৃশ্য! আপাতত ব্রাজিলের এই ছবিই ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়।


কী ঘটনা?
শুক্রবারের ঘটনা। ব্রাজিলের একাংশে তখন দাপট দেখাচ্ছে ঝড় যার আর এক নাম 'ফ্ল্য়াশ স্টর্ম।' হঠাৎই রিও দি জেনেইরো-র 'রিডিমার স্ট্যাচু'-র ঠিক মাথা ছুঁয়ে বজ্রপাত। আলোর ঝলকানি দেখে চোখ ধাঁধিয়ে যায় অনেকের। এ তো অলৌকিক ছবি! আচমকা দেখলে মনে হতে পারে, যিশু ক্রিস্টের ওই মূর্তির মাথা থেকে তীব্র ঊজ্জ্বল দ্যুতি বেরোচ্ছে। ছবিটি ফ্রেমবন্দি করেছিলেন ফার্নান্দো বাগা নামে এক স্থানীয় বাসিন্দা। পরে ইনস্টাগ্রামে লেখেন, 'ঐশ্বরিক বিদ্যুতের ঝলকানি! তাও শুক্রবার। ১০ ফেব্রুয়ারি সন্ধে ৬.৫৫ ও ৭.০৩ নাগাদ রেকর্ডিং করা হয়েছে।' ছবি ভাইরাল হতেই তোলপাড় সোশ্য়াল মিডিয়া। ইনস্টাগ্রামে ছবিটি ৬৩ হাজার লাইক পেয়েছে, ট্যুইটারে ২ কোটিরও বেশি 'ভিউজ'। 


কী বলছে সোশ্যাল মিডিয়া?
নেটপাড়ায় আলোড়ন। এক জন যেমন লিখেছেন, 'ছবিটা দেখে জিউস বা থরের কথা মনে পড়ছে। তবে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে। যদিও এমন মুহূর্ত ফ্রেমবন্দি করাটা সত্যি ভাগ্যের ব্যাপার।' আর এক জন লেখেন, 'তুখোড়! স্রেফ তুখোড়।' আর এক জনের মন্তব্য, 'দুর্দান্ত শট। শেয়ার করার জন্য ধন্যবাদ।'


মূর্তি সম্পর্কে...
'ক্রাইস্ট দ্য রিডিমার' বিশ্বে যিশুক্রিস্টের বৃহত্তম মূর্তি। রিও-র 'করকোভাডো হিল'-এ, প্রায় ২ হাজার ফুট উচ্চতায় সাজানো রয়েছে মূর্তিটি। ২০০৭ সালে বিশ্বের নয়া সপ্তম আশ্চর্যের অন্যতম বলে ঘোষণা করা হয় এটিকে। প্রায় ৭০০ টন রিইনফোর্সড কংক্রিট দিয়ে মূর্তিটি বহু ভক্তের ভাবাবেগের সঙ্গেও জড়িত। তবে ইতিহাস বলছে, এর আগেও একবার বিদ্যুতের ঝলকানি সহ্য করেছিল 'রিডিমার স্ট্যাচু'। সালটা ২০১৪। সে বার বজ্রপাতের জেরে মূর্তির 'থাম্ব' ক্ষতিগ্রস্ত হয়। পরে তা মেরামতির কাজ হয়েছিল। তার ৯ বছর পর ফের বজ্রপাত। ফার্নান্দো বাগা নামে স্থানীয় যুবক যে ভাবে এবারের ছবিটি তুলেছেন, তার মধ্যে ঈশ্বরিক দ্য়োতনা খুঁজে পাচ্ছেন অনেকেই। একে শুক্রবার, তার উপর যিশু ক্রিস্টের মাথা ছুঁয়ে আলোর সুতীব্র ঝলকানি! সবটাই কি প্রাকৃতিক সমাপতন? দৈবযোগ খুঁজছেন তাঁরা। আর যাঁরা বিশ্বাসী নন, তাঁদের জন্য নান্দনিক বিস্ময়ের সব কিছু রয়েছে এই ছবিতে।


আরও পড়ুন:ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেলেন অমর্ত্য সেন