নয়াদিল্লি: শহরের ব্যস্ত রাস্তা। কিন্তু সেটাই যেন তাঁর শিল্প প্রদর্শনের মঞ্চ। ঘটনা ভেনেজুয়েলার (Venezuela)। শিল্পী কেনিয়ার মেন্ডেজ (Kenyer Mendez)। তাঁর বিস্তৃত মঞ্চ ক্যাপিটাল কারাকাসের (capital Caracas) ব্যস্ত রাস্তা। আর এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) তিনি।


রাস্তাতেই স্টান্ট, ভাইরাল ভেনেজুয়েলার নৃত্যশিল্পী


ট্রাফিক লাইট লাল হতেই, সমস্ত গাড়ি থেমে যেতেই রাস্তার একপ্রান্ত থেকে অপর প্রান্তে জলের প্রবাহের মতো হঠাৎ বয়ে এলেন তিনি। 


কারাকাসের রাস্তার আলো লাল হতেই পথচলতি মানুষের চোখ ওঠে কপালে। মুগ্ধ হন তাঁরা। হঠাৎ থমকে যাওয়া রাস্তায়, দাঁড়িয়ে থাকা গাড়ির ফাঁক দিয়ে দিয়ে দুঃসাহসিক 'হেড স্লাইড' করতে দেখা যায় কেনিয়ারকে। সেই সঙ্গে তাঁর 'ব্রেকডান্স'ও চলতে থাকে।


২৭ বছর বয়সী এই নৃত্যশিল্পী মাথায় একটি তৈলাক্ত হেলমেট পরেন। আর সেটা পরেই এই 'হেড স্লাইড' করেন তিনি। অর্থাৎ পা শূন্যে তুলে মাথায় ভর করে উল্টে গিয়ে রাস্তায় গড়িয়ে চলেন তিনি।


 






কারাকাসের রাস্তায় মেন্ডেজের এই পারফর্ম্যান্স সোশ্যাল মিডিয়ায় প্রবলভাবে শেয়ার হয়েছে। সূত্রের খবর, শিল্পীর স্বপ্ন অলিম্পিক্সের ন্যাশনাল ব্রেকডান্সিং টিমে সুযোগ পাওয়া। এছাড়া দীর্ঘতম সময় ধরে চলা 'হেড স্লাইড'-এর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙাও তাঁর ইচ্ছা।


এক সংবাদ সংস্থা সূত্রে খবর, গত ১৫ বছর ধরে ব্রেকডান্সিং করছে কেনিয়ার মেন্ডেজ। তাঁর কথায়, 'প্রত্যেকটা ট্রিক পারফর্ম করার জন্য শারীরিকভাবে ফিট থাকতে হয়। ছোটখাটো ট্রিকের জন্যও ফিটনেস প্রয়োজন। সেই কারণে বাকি স্পোর্টসের মতো ব্রেকডান্সের প্রশংসা ও শ্রদ্ধা করা উচিত।' তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে অজস্র এমন 'হেড স্লাইড'-এর ছবি আছে।