কলকাতা: আজ থেকে প্রায় ২২ বছর আগের কথা। সেইসময় অপটিকাল ইলিউশন (Optical Illusion) জনপ্রিয়তা পায়নি। বরং ম্যাজিক (Magic) এবং হিপনোটাইজ ভাবনাই প্রথম মাথায় আসত এই ছবি দেখে। ২০০০ এর মাঝামাঝি সময়ে এই অপটিকাল ইলিউশনটি প্রকাশিত হয়েছিল। সাদা কালো এই ছবিতে আয়তক্ষেত্র এবং সরল রেখার মধ্যে গোলাকার বস্তু খুঁজে পাওয়াই ছিল চ্যালেঞ্জের।               


মনোবিজ্ঞানী ডঃ গ্যাভিন বাকিংহাম এই অপটিকাল ইলিউশনটি সম্প্রতি আবার পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। খুব ভালভাবে দেখলে এই ছবি থেকে ১৬টি বৃত্ত খুঁজে পাওয়া যাবে। এটিকে আদতে কফার ইলিউশন বলা হয়ে থাকে। মূল ছবিটিকে আরও কিছুটা বদলে ২০০৬ এ সান ফ্রান্সিসকোর এক বিজ্ঞানী অ্যান্থনি নরসিয়া এই ছবিটি বানান। Illusionsindex.org অনুসারে এটিকে সেই বছরের সেরা দশটি দৃষ্টি বিভ্রমের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়েছিল ।






এটিকে আসলে দেখতে একটি দ্বিমাত্রিক ছবি মনে হলেও এর মধ্যে বৃত্ত থাকায় এটিকে ত্রিমাত্রিক ছবি বলা হচ্ছে। 


আরও পড়ুন, এই ছবিতেই লুকিয়ে মজার উত্তর! আপনি খুঁজে পেলেন?


আপনার পর্যবেক্ষণ দক্ষতা পরীক্ষা করার জন্য অপটিক্যাল ইলিউশন বেশ কার্যকরী একটি পদ্ধতি। এই অপটিক্যাল বিভ্রমগুলিও মনোবিশ্লেষণের ক্ষেত্রের একটি অংশ, কারণ তারা আপনার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি জানতে সাহায্য করে। আমরা প্রত্যেকেই নানা ভাবে একই বস্তু দেখি। ফলে সেই বস্তুকে নিয়ে আমাদের আমাদের উত্তরগুলিও ভিন্ন ভিন্ন হয়ে থাকে।