কলকাতা: গুগলের সঙ্গে পাল্লা দিতে এবার মাইক্রোসফটও জোর দিচ্ছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায়। সেই আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের বিভাগকে পোক্ত করতে এবার নিযুক্ত করা হল মুস্তাফা সুলেইমানকে (Mustafa Suleyman)। সরাসরি মাইক্রোসফটের শীর্ষপদের জন্য তাঁকে বেছে নেওয়া হয়েছে। মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লাকে রিপোর্ট করবেন মাইক্রোসফটের এআই-এর ভারপ্রাপ্ত মুস্তাফা। তবে তাঁর মাইক্রোসফটের শীর্ষ পদে পৌঁছানোর যাত্রাটা মোটেই সহজ ছিল না। বরং তাঁর জীবনের গোড়ার কাহিনি অনেককেই অবাক করতে পারে।
ট্যাক্সি চালকের ছেলে
মুস্তাফার বাবা ছিলেন সিরিয়ার বাসিন্দা। পশ্চিম এশিয়ার সিরিয়ায় ট্যাক্সি চালক তিনি। অন্যদিকে মা ছিলেন ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসে কর্মরত একজন নার্স। দুই ভাইবোন সমেত মোট পাঁচজনের সংসার ছিল মুস্তাফা সুলেইমানের। ছোট থেকেই পড়াশোনায় বেশ মেধাবী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ম্যানসফিল্ড কলেজে পড়াশোনা করেন সুলেইমান। মাত্র ১৯ বছর বয়সে কলেজ ছেড়ে বেরিয়ে আসেন। সেখান থেকে বেরিয়ে মুসলিম ইউথ হেলপলাইন তৈরি করেন। প্রসঙ্গত, এই হেল্পলাইনটি কাউন্সেলিং পরিষেবা দেওয়ার জন্য শুরু করা হয়েছিল। এর পর সেই সংস্থাটিই ব্রিটেনের অন্য়তম বড় সংস্থা হয়ে দাঁড়ায়।
গুগল ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা
ডেমিস হাসাবিসের ভাইয়ের সঙ্গে বন্ধুত্ব ছিল মুস্তাফার। সেই সূত্রেই ডেমিসের সঙ্গে তাঁর আলাপ হয়। দুই চোখে স্বপ্ন ছিল আরও উন্নত পৃথিবী গড়ে তোলার। অত্যাধুনিক প্রযুক্ত যে আগামী বিশ্বের অর্থনীতি পাল্টে দিতে পারে, সেই দূরদৃষ্টি ছিল মুস্তাফার। সেইমতো তিনি এগিয়ে আসেন নয়া প্রযুক্তি গড়ার লক্ষ্যে। ডেমিসের সঙ্গে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেন। গুগলের ডিপমাইন্ড। ২০১০ সালের এই সংস্থাকে পরে গুগল কিনে নেয়। গুগলেও উচ্চপদে আসীন ছিলেন মুস্তাফা। সেখানে তিনি এআই প্রোডাক্টস ও এআই পলিসির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তাঁর সময়ে গুগল ডেটা সেন্টারের বিদ্যুৎ খরচ অনেকটাই কমে যায়। পাশাপাশি ডিপমাইন্ডের মেশিন লার্নিং অ্যালগোরিদমেও বদল আসে।
মাইক্রোসফটে নতুন জীবন
গুগল থেকে বেরিয়ে আসার পর ইনফ্লেকশন এআই প্রতিষ্ঠা করেন মুস্তাফা। লিঙ্কডইনের সহ প্রতিষ্ঠাতাও তার সঙ্গে এই প্রকল্পে ছিলেন। সেটিও যথারীতি বাজারে বড় প্রভাব ফেলেছিল। এবার মাইক্রোসফটে কর্মজীবনের আরেকটি অধ্যায় শুরু হবে মুস্তাফার। বিশেষজ্ঞমহলের ধারণা এর ফলে বাজারে মাইক্রোসফটের বড়সড় প্রভাব পড়তে চলেছে।
Education Loan Information:
Calculate Education Loan EMI