ছত্তিশগড়: সরকারি স্কুলে চরম বিশৃঙ্খলা। দুই শিক্ষকের মধ্যে ক্লাসরুমেই হাতাহাতি শুরু। ভয়ে দৌড়ে পালাল পড়ুয়ারা। ছত্তিশগড়ের সরনগড় বিলাইগড় জেলার বিলাইগড় জোনের মধ্যেই একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষক ক্লাসরুমের (Govt School Teacher) মধ্যেই পড়ুয়াদের সামনে একে অপরকে ঘুষি মারতে শুরু করেন। হঠাৎ দুই শিক্ষকের মধ্যে হাতাহাতি শুরু হওয়ায় পড়ুয়ারা ভয়ে ক্লাসরুম থেকে পালাতে শুরু করে। স্বাভাবিকভাবে এই ঘটনায় শোরগোল শুরু হয় গোটা স্কুল জুড়ে। স্কুলের অন্য কর্মীরা না আসা পর্যন্ত পড়ানো বন্ধ থাকে ক্লাসে। এই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে।
সংবাদমাধ্যমকে জেলা শিক্ষা আধিকারিক জে আর দাহারিয়া জানিয়েছেন যে বিনীত দুবে নামের এক শিক্ষকের (Govt School Teacher) ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু তিনি দেরিতে ক্লাসে আসেন। আর তাঁর অনুপস্থিতিতে মনোজ কাশ্যপ নামে আরেক শিক্ষক ক্লাসে ঢুকে হিন্দি পড়াতে শুরু করেন পড়ুয়াদের। বিনীত দুবে পরে ক্লাসে এসে মনোজবাবুকে ক্লাস ছেড়ে বেরিয়ে যেতে বলেন আর তাতেই অপমানিত হন তিনি। প্রথমে অপমান, পাল্টা অপমান চলে আর তারপর হঠাৎ করেই হিংস্র হয়ে ওঠেন দুজনেই। শুরু হয় হাতাহাতি।
স্কুলের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সমগ্র হাতাহাতির ঘটনাটি। দুই শিক্ষকের এই তুমুল লড়াই দেখে ভীত পড়ুয়ারা বেঞ্চ থেকে লাফিয়ে লাফিয়ে ক্লাসরুম থেকে পালাতে থাকেন। দুই শিক্ষকই এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পড়ুয়াদের বাবা-মা ও অন্যান্য স্কুল-কর্মীরা পরে অভিযোগ জানিয়েছেন যে এর আগেও বিনীত দুবে নামের সেই শিক্ষক এমন আচরণ করেছেন। তিনি প্রায়ই দেরি করে ক্লাসে যান, এর আগেও নাকি তাঁর সঙ্গে সহকর্মীদের বাক-বিতণ্ডা হয়েছে।
জেলা শিক্ষা আধিকারিক দাহারিয়া জানিয়েছেন যে সত্বর স্কুলশিক্ষা বিভাগের যুগ্ম পরিচালকের কাছে এই বিষয়ে রিপোর্ট জমা করা হয়েছে, শিক্ষক বিনীত দুবেকে বরখাস্ত করা হয়েছে আর মনোজ কাশ্যপকে শো-কজ নোটিশ পাঠানো হয়েছে।