কলকাতা: রিল তৈরির এক অদ্ভুত উন্মাদনা। শিশুকে স্টিয়ারিংয়ে বসিয়ে এক পুলিশ সাব-ইন্সপেক্টর চলন্ত গাড়িতে ভিডিয়ো শ্যুট করছিলেন। আর হোয়াটসঅ্যাপে সেই ভিডিয়ো শেয়ার করার পরেই চরম বিপাকে পড়েছেন তিনি। শিশুকে কোলে নিয়ে সিটবেল্ট না পড়েই গাড়ি (Viral Video) চালাচ্ছিলেন তিনি। শিশুকে নিয়ে এত অসুরক্ষিত, অনিরাপদভাবে গাড়ি চালানোর জন্য তীব্র নিন্দিত হয়েছেন সেই পুলিশ সাব-ইন্সপেক্টর। সমাজমাধ্যমে ভাইরাল এখন এই ভিডিয়ো আর তা নিয়েই চলছে তুমুল চর্চা। জানা গিয়েছে নেরুল থানায় ইতিমধ্যেই সেই পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এই ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে যে সেই সাব ইন্সপেক্টর শিশুটিকে স্টিয়ারিং হুইলের কাছে বসিয়ে দেন। মাঝেমাঝে তিনি নিজে স্টিয়ারিং ছেড়ে দিচ্ছেন সেই শিশুটির হাতে। আবার শিশুটিকে ধরে থাকা অবস্থায় গিয়ার বদল করতেও দেখা যাচ্ছে তাঁকে। সংবাদসূত্রে জানা গিয়েছে যে সেই পুলিশ সাব ইন্সপেক্টরের নাম বিপিন তুতুরওয়াদ। নেরুলের সিনিয়র ইন্সপেক্টর ব্রহ্মানন্দ নাইকওয়াদি বলেন যে এই ঘটনাটি গত মাসে উলওয়েতে ঘটেছিল। এই পিএসআই সেখানেই থাকেন, এরপরেই তাঁর বিরুদ্ধে মোটর ভেহিকল আইনের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিয়োতে তাঁকে দেখা যায় শিশুটির উপরেই কিছু সময়ের জন্য স্টিয়ারিং ছেড়ে দিতে।
রিল ভিডিয়ো বানানো এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। আর এই ট্রেন্ডে গা ভাসিয়ে অনেক দুর্ঘটনাও ঘটতে দেখা যাচ্ছে সারা দেশে। সম্প্রতি এক তরুণকে দেখা গিয়েছে রেললাইনে শুয়ে মাথার উপর দিয়ে ট্রেন চলে যাওয়ার ভিডিয়ো শ্যুট করতে। এই বিপজ্জনক ভিডিয়ো শ্যুট করতে গিয়ে দুর্ঘটনাও ঘটতে পারত। সমাজমাধ্যমে এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে রেললাইনের অনতিদূরে এক তরুণ হাতে ফোন নিয়ে দাঁড়িয়ে আছেন আর উদ্দিষ্ট তরুণ শুয়ে আছেন রেললাইনের উপরে। দুরন্ত গতিতে ট্রেন আসে এবং তার উপর দিয়ে চলে যায়। ক্যামেরায় ধরা থাকে সবটাই। ট্রেন চলে যাওয়ার পরে লাইন থেকে উঠে বিজয়ীর মত হাত মুঠো করে আকাশে ছুঁড়ে দেন তিনি। আর যে বন্ধুটি রিল শ্যুট করছিলেন তার কাছে চলে যান সেই তরুণ। এমনই রেলের ক্রসিংয়ে রিল শ্যুট করতে গিয়ে, চলন্ত ট্রেনের দরজা থেকে বেরিয়ে রিল শ্যুট করতে গিয়ে অনেক দুর্ঘটনার খবরও জানা গিয়েছে এর আগে।