Viral Video: সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে শিম্পাঞ্জিদের (Chimanzee) নানা রকমের মজার ভিডিও ভাইরাল (Viral) হয় হামেশাই। আর সেখানে তাদের বুদ্ধিদীপ্ত কার্যকলাপ দেখে অবাক হয়ে যান নেটিজেনরা। এর আগেও দেখা গিয়েছে শিম্পাঞ্জিদের নানা রকমের কীর্তি। ফোনের সঙ্গে শিম্পাঞ্জিরা বেশ ‘ফ্রেন্ডলি’ সেই নিদর্শন এর আগে বিভিন্ন ভাইরাল ভিডিওতে (Viral Video) পাওয়া গিয়েছে। এবার তার থেকেও এক ধাপ এগিয়ে থাকা শিম্পাঞ্জিদের হদিশ পাওয়া গিয়েছে। একজন নয়, একজোড়া শিম্পাঞ্জি। তারা আবার সম্পর্কে ভাই। এই শিম্পাঞ্জি ভাইদের কাজকর্ম দেখে হতবাক গোটা নেট দুনিয়া।
ভারতে সেভাবে দেখা না গেলেও বিদেশে অনেকেই শিম্পাঞ্জি পোষেন। মানুষের সঙ্গে মিলেমিশে বাড়িতেই থাকে তারা। পরিবারের লোকেরাও তাদের সন্তানের মতোই লালন পালন করেন। আর শিম্পাঞ্জিরা এতই বুদ্ধিমান যে মানুষের দৈনন্দিন জীবনের অনেক অভ্যাসই তারা দিব্যি রপ্ত করে ফেলে। এই দুই শিম্পাঞ্জি ভাইদের ক্ষেত্রেও তেমনটাই দেখা গিয়েছে। এবার আর স্মার্টফোন নয় একদম VR (Virtual Reality) হেডসেট নিয়ে পর্যবেক্ষণ করতে দেখা গিয়েছে দুই শিম্পাঞ্জিকে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, প্রথমে একটি শিম্পাঞ্জি VR (Virtual Reality) হেডসেট পরেছে। দিব্যি হাত নেড়ে সে বুঝিয়ে দিয়েছে যে দুর্দান্ত ভাবে উপভোগ করছে। তাকে দেখে এগিয়ে এসেছে আর এক ভাই। প্রথম শিম্পাঞ্জির চোখ থেকে VR হেডসেট খুলে নিয়ে পরেছে সে।
ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই দুই শিম্পাঞ্জি ভাইদের কীর্তি। ২.২ মিলিয়নের বেশি ভিউ এর মধ্যেই হয়েছে ওই ভিডিওতে। ২৫ হাজারের বেশি ইউজার লাইক করেছেন এই ভিডিও। দুই শিম্পাঞ্জির কাণ্ডকারখানা দেখে অবাক সকলে। কীভাবে VR (Virtual Reality) হেডসেটের ব্যবহার শিখল শিম্পাঞ্জিরা। তাই নিয়েই প্রশ্ন জেগেছে সকলের মনে। ভাইরাল ভিডিওতে যেভাবে শিম্পাঞ্জি দু’জন VR হেডসেট ব্যবহার করেছে তা দেখে এটা আন্দাজ করাই যাচ্ছে যে এই আধুনিক গ্যাজেট ব্যবহার বেশ রপ্ত এই শিম্পাঞ্জি ভাইয়েরা।
আরও পড়ুন- সামনে থেকে এগিয়ে আসছে বাস, দলের ছোট্ট সদস্যকে আগলে রাখল দুই বড় হাতি, ভাইরাল ভিডিও