Viral Video: সন্তানের প্রতি মায়ের স্নেহের কোনও কিছুর সঙ্গেই তুলনা চলে না। যেকোনও পরিস্থিতিতেই সন্তানকে আরামদায়ক পরিবেশ দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন মা। এর পাশাপাশি কোনওভাবেই সন্তানের যেন ক্ষতি না হয় সেদিকেও কড়া নজর থাকে মায়ের। অপত্য স্নেহ কিন্তু সব মায়ের ক্ষেত্রেই একই রকম। মনুষ্য সন্তানের মা হোক বা পশুপাখীর মা- স্নেহ, আদর-যত্নে কোনও খামতি দেখা যায় না। আর তেমনই এক দৃশ্য এবার ভাইরাল (Viral Video) হয়েছে ট্যুইটারে (Twitter)। ভারতীয় বন বিভাগের আধিকারিক সুধা রমেন এই ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে ধরা পড়েছে একটি মনোরম দৃশ্য। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে ঘন ঝোপ জঙ্গলের পাশ দিয়ে গিয়েছে পাকা রাস্তা। তার উপর দিয়ে এগিয়ে চলেছে একটি বাস। উল্টো দিক থেকে দু'টি প্রাপ্তবয়স্ক হাতিকে এগিয়ে আসতে দেখা গিয়েছে। কিছুক্ষণ ভাল করে দেখলে বোঝা যাবে তাদের সঙ্গে রয়েছে আরও একটি হাতি। সে অবশ্য বয়সে নিতান্তই ছোট। দলের এই কনিষ্ঠ সদস্যকে চোখে চোখে রাখার দায়িত্বভার পড়েছে ওই দুই প্রাপ্তবয়স্ক হাতির উপরে।
সেই দায়িত্ব নিষ্ঠা ভরে পালনও করেছে তারা। রাস্তা দেখে মনে হচ্ছে কয়েক পশলা ভাল বৃষ্টি হয়েছে সেখানে। সম্ভবত এটি পাহাড়ি রাস্তা। বাস এগিয়ে আসতে দেখে রাস্তা ছেড়ে সরে দাঁড়িয়েছে দুই প্রাপ্তবয়স্ক হাতি। শুধু তাই নয়, বাচ্চা হাতিটিকে যেভাবে তারা আগলে রেখেছে তা সত্যিই দেখার মতো। আইএফএস অফিসার সুধা রমেনের শেয়ার করে ভিডিওতে দেখা গিয়েছে প্রথমে একটি প্রাপ্তবয়স্ক হাতি রাস্তার পাশে সরে দাঁড়িয়েছে। তারপর বাচ্চা হাতিটিকে সরিয়ে নেওয়া হয়েছে। এবার দ্বিতীয় প্রাপ্তবয়স্ক হাতটি সরে এসেছে রাস্তার ধারে। অর্থাৎ দু'টি প্রাপ্তবয়স্ক হাতি নিজেদের মাঝখানে নিয়ে এসেছে ছোট্ট হাতিটিকে। তারপর নিজেদের শুঁড় দিয়ে ঢাক তৈরি করে দিয়েছে বাচ্চা হাতিটির সামনে। দু'জন বড় হাতি শুঁড় তুলে একে অন্যের সঙ্গে শুঁড় পেঁচিয়ে দিব্যি একটা বন্ধন তৈরি করেছে। হাতিদের এমন বুদ্ধিমানের মতো কাজ দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই বলছেন, হয়তো ওই প্রাপ্তবয়স্ক হাতি দু'টি দম্পতি। তাদেরই সন্তান বাচ্চা হাতিটি। অনেকে আবার বলছেন, হয়তো ওই দুই বড় হাতির মধ্যে একজন বাচ্চা হাতিটির মা। আর তাই নিজের সন্তানকে আগলে রেখেছেন তিনি। কোনওভাবে বাস যাওয়ার সময় বাচ্চা হাতিটি যেন তার ধারেকাছেও যেতে না পারে সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অনুমান।
আরও পড়ুন- খাবারের টানে কত দূর? মানুষের বাড়ির দরজা ঠেলে 'পারাপার' হাতির, ভাইরাল ভিডিও