Viral News: মেয়ে কিশোরী। প্রাপ্তবয়স্ক নয়। কিন্তু ইচ্ছে বা চাহিদার কোনও সীমা পরিসীমা হয় না। এবার তারই নিদর্শন দেখা গেল চিনের ফুটপাতে। বাবার কাছে আইফোন কিনে দেওয়ার দাবি করেছিল কিশোরী মেয়েটি। কারণটা খুব সহজ। অন্য বন্ধুদের আইফোন রয়েছে। তাদের বাবা-মায়েরা তাদের কিনে দিয়েছে। কিন্তু মেয়েটির বাবা জানিয়ে দেয় তাঁর সেই ক্ষমতা নেই। আইফোনের মতো অত দামি একটা ফোন কিনে দেওয়া তাঁর সাধ্যের বাইরে। এই কথা বলার পর অবশ্য অপারগতার শাস্তিও পেতে হল সেই বাবাকে। তাঁকে নিল ডাউন হতে হল ফুটপাতের পর। সম্প্রতি সেই ভিডিয়ো ভাইরাল হয় চিনের সংবাদমাধ্যমে।


কী দেখা গেল ?


চলন্ত গাড়ি থেকে কোনও এক ব্যক্তিকে ভিডিয়ো করতে দেখা যায়। দেখা যায়, মেয়েটি বেশ জোরে চেঁচামেচি করছে বাবার উপর। অন্যদিকে তাঁর বাবা ফুটপাতেই বসে পড়েছেন। নিল ডাউন হয়ে। মাথা তার নিচু। কিছুটা লজ্জায় ও কিছুটা অক্ষমতার জেরে। মাথা নিচু করে তাঁকে ক্ষমা চাইতে দেখা যায় মেয়ের কাছে। এই কয়েক সেকেন্ডের দৃশ্যই রীতিমতো অবাক করেছে নেটিজেনদের। সন্তানদের চাহিদা কীভাবে দিন দিন লাগামছাড়া হয়ে যাচ্ছে, সে কথাও উঠে আসে অনেকের মন্তব্যে।


বাবাকে কী বলে মেয়েটি ?


সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনাটি তাইওয়ানের ঘটনা। ভিডিয়োটি গত ৪ মে তোলা হয়। কয়েক সেকেন্ডের ওই ভিডিয়োতে মেয়েটিকে দেখা যায়, বাবাকে সজোরে প্রশ্ন করতে। মেয়েটি বলে, অন্যের বাবা-মা আইফোন কিনে দিতে পারছে। তুমি কেন পারছ না ? তোমার কাছে টাকাপয়সা নেই কেন ?


স্ট্যাটাস ধরে রাখে আইফোন ?


সমাজে বা লোকজনের সামনে নিজের অবস্থান উঁচু জায়গায় ধরে রাখতে অনেকেই ইদানিং আইফোন কেনেন। আইফোনের বিশাল চড়া দাম, লুকস ও সুবিধা এই ফোনকে আরও আকর্ষণীয় করেছে। পাশাপাশি দামের জন্য কিছু নির্দিষ্ট মানুষই এই ধরনের ফোন কিনে থাকেন। আইফোন কিনতে হলে কিডনি বেচতে হবে, এমন আপাত হাস্যকর মিমও ঘোরাফেরা করে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু শেষ পর্যন্ত সম্পর্কের টানাপোড়েনের কারণ হয়ে দাঁড়াচ্ছে এই বিশাল দামের গ্ল্যামারাস জিনিসটি। অন্যান্য আর পাঁচটা গ্ল্যামারাস জিনিসের মতোই। আইফোন নিয়ে মেয়ের ও বাবার এই ঘটনা সেই দিকটাই তুলে ধরে। নেটিজেনদের কমেন্টেও উঠে আসে সেই দিক।


আরও পড়ুন - Guinness World Record: চোখের পলকে রং মিলল রুবিকস কিউবের! মানুষের গিনেস রেকর্ড ভেঙে দিল এই রোবট


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।