কলকাতা: পেশায় বিমানবন্দরের সাফাইকর্মী। তো কী হয়েছে? ফুটবল যদি ভালবাসা হয়, তবে তা দেখলে কি আর একটু নাড়াচাড়া না করে থাকা যায়? ফুটবল প্রেমী এক যুবকের ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নিজের কাজের ফাঁকেই এক বিমানবন্দরের সাফাইকর্মী একটু ফুটবল পায়ে নিয়ে ড্রিবলিং করছেন। আসলে একটি ট্রাফিক কোনকে সরাতে গিয়েছিলেন তিনি। তখনই দেখতে পান যে সেই কোনের নীচে একটি ফুটবল। সেটি নিয়েই ড্রিবল করছিলেন তিনি। ভিডিওটি এক বিমানে সফরকারী ফুটবল প্রেমীর তোলা। কিছুক্ষণ ফুটবল নিয়ে কেরামতির পর সেই যুবককে দেখছিলেন যে কেউ তা নজর করেছেন কি না। তখনই তিনি দেখেন যে ক্যামেরায় তাঁর ড্রিবলিং ততক্ষণে ভিডিও হয়ে গিয়েছে। মুখে হাসি নিয়ে চলে যান সেই যুবক এরপর।


 






ভিডিওটি কোথাকার তা জানা যায়নি। এমনকী কে ভিডিওটি তুলেছেন, তাঁর পরিচয়ও বোঝা যায়নি। কিন্তু ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ''কেউ তাঁকে দেখেছেন, এটা দেখে সে ভীষণ ভীষণ খুশি হয়েছে।'' ভিডিওটির কমেন্ট বক্সে বেশ কয়েকটি কমেন্ট বেশ নজর কেড়েছে। একজন কমেন্ট করেছেন, ''ফুটবল ছেলেটির মুখে হাসি ফুটিয়েছে। ক্যামেরাম্য়ানও হাসছে। আর আমাদের মুখেও হাসি ফুটিয়েছে।'' আরও একজন কমেন্ট করেছেন, ''এই মুহূর্তটা অদ্ভুত লাগে, যখন কেউ আপনার ভিডিও এভাবে ক্যামেরাবন্দি করে। তখন এভাবেই হাসি পায়। যদিও স্কিল কিন্তু দুর্দান্ত।'' কেউ কেউ তো আবার একধাপ এগিয়ে লিখেছেন, ''চেলসি এফসি স্কাউট, এই ছেলেটাকে দেখুন।'' কেউ লিখেছেন, ''ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড, দয়া করে এই ছেলেটাকে সই করান ক্লাবে।''


ভিডিওটি প্রচুর লাইক, কমেন্ট ও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও কীভাবে বিমানবন্দর চত্ত্বরে এভাবে একটি বল পড়েছিল তা জানা যায়নি। অনেকে কমেন্ট বক্সে এমনটাও বলেছেন যে কাজের সময় বল নিয়ে খেলে নিজের কাজ ঠিকভাবে করছেন না ছেলেটি। অনেকেই আবার চিন্তা করেছেন যে, এই ভিডিও ভাইরাল হওয়ার জন্য হয়ত ছেলেটিকে চাকরি খোয়াতেও হতে পারে। তবে বেশিরভাগই প্রশংসা করেছেন যুবকের এমন অসাধারণ ফুটবল স্কিল দেখে।