বেজিং : সদ্য শেষ হয়েছে এক অর্থবর্ষ। ঠিক কতটা অ্যাপরাইসাল হচ্ছে, বোনাসই বা কত, তা নিয়ে আলাপ-আলোচনার গণ্ডি টপকে প্রত্যাশা পূরণের ধার-কাছে না যাওয়ার জেরে মিমের ছড়াছড়ি, সোশাল মাতাচ্ছে যে ট্রেন্ড। এর মাঝেই কার্যত শোরগোল পড়ে গিয়েছে চিনের এক সংস্থার লাকি ড্রতে এক কর্মীর জেতার বাম্পার প্রাইজ নিয়ে। তিনি জিতেছেন, এক বছরের সবেতন ছুটি ! বিশ্বাস হচ্ছে না ? হ্যাঁ, সোশালেও শোরগোল ঠিক এই অবিশ্বাস্য জয়ের সুবাদেই। অনেকের সরস কটাক্ষ, আলাদা করে লাকি ড্র তো দূরে থাক, কোম্পানির তরফে এলাহি ডিনার আয়োজনই এখনও তাঁদের লাকি ড্র জয়ের সামিল।
চিনের গুয়াংদং প্রদেশে শেনজেনে ঘটেছে ঘটনাটি। এক স্থানীয় সংবাদমাধ্যম যে খবরটি প্রকাশ করেছে। সোশালে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি হাতে ধরে রয়েছেন এক বড় কাগজ, যেখানে লেখা ৩৬৫ দিনের সবেতন ছুটি। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, লাকি ড্র-র পর জেতা পুরস্কার পেতে ওই ব্যক্তি সংস্থারই পদস্থ লোকজনের কাছে বিস্ময় ভরা চোখে জিগ্গেস করছেন, আদৌ সত্যি তো এই পুরস্কারটা। সেখানে ওই ব্যক্তিতে আশ্বস্ত করতেও দেখা গিয়েছে উল্টোদিকের ব্যক্তিকে। জানা যাচ্ছে, লাকি ড্র-তে এক বছরের সবেতন ছুটি জেতা ব্যক্তির নাম চেন। চিনের সংবাদসংস্থাটির দাবি, সত্যিই এক বছরের সবেতন পুরস্কার জিতেছেন তিনি।
করোনা অতিমারির জেরে মাঝে ৩ বছরের বিরতির পর ফের কর্মীদের নিয়ে এলাহি ডিনার আয়োজন করেছিল কোম্পানিটি। যেখানে কর্মীদের কাজের প্রতি উৎসাহ জোগাতে ও উদ্দম তৈরি করতেই লাকি ড্র-র ব্যবস্থা রাখা হয়েছিল, বলেই জানাচ্ছে চিনের ওই সংবাদ সংস্থাটি। সেই লাকি ড্র-তেই চেন এক বছরের সবেতন ছুটি-র বাম্পার পুরস্কারটি জিতে নিয়েছেন বলেই জানা যাচ্ছে।
যে খবর সত্যি কি না সে নিয়ে জল্পনা-কল্পনার মাঝেই প্রকাশ্যে আসে অন্য একটি ভিডিও। যেখানে লাকি ড্র-তে বাম্পার প্রাইজ জয়ী ব্যক্তিকে আশ্বস্ত করতে দেখা যায় তাঁর সংস্থারই এক ব্যক্তিকে। এমনিতেই ছুটি নিয়ে সমস্যার মুখে পড়তে হয় অনেক সংস্থার কর্মীদেরই। যার ওপর সবেতন ছুটি নিয়ে রয়েছে আরও টানাপোড়েন। সেই জায়গায় এক সংস্থার কর্মী এক বছরের সবেতন ছুটি পাচ্ছেন দেখে কার্যত মজা ও ভাগ্যের ফের নিয়ে নানা মিমের ছড়াছড়ি পড়ে গিয়েছে।
আরও পড়ুন- কাজ করে ক্লান্ত রোবট, পরিশ্রমে লুটিয়ে পড়ল মাটিতে, ভাইরাল ভিডিও