নয়াদিল্লি: ঐতিহ্যবাহী সৌধ ওয়াশিংটন মনুমেন্টের (Washington Monument) সামনে ভারতীয় ধ্রুপদী নৃত্য ভরতনাট্যম (Indian Classical Dance Bharatnatyam) পরিবেশন করলেন এক মহিলা। ভাইরাল হল সেই ভিডিও (viral video)। মহিলার দুর্দান্ত নৃত্য পরিবেশনায় মুগ্ধ নেট দুনিয়া। 


ওয়াশিংটন মনুমেন্টের সামনে ভরতনাট্যম পরিবেশনা, ভাইরাল ভিডিও


ইনস্টাগ্রামে ভাইরাল হল একটি ভিডিও। আইকনিক ওয়াশিংটন মনুমেন্টের সামনে ভরতনাট্যম পরিবেশন করলেন স্বাতী জয়শঙ্কর (Swathi Jaisankar)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিও।


নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই নাচের ভিডিও পোস্ট করেন শিল্পী। ভিডিওয় দেখা যাচ্ছে প্রাচীন এই নৃত্য খুব অবলীলায় পরিবেশন করছেন স্বাতী। সঙ্গে চলছে 'বোল'। কেবল ভার্চুয়ালেই নয়, ওই স্থানেও যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের উচ্ছ্বাসও শোনা যাচ্ছে ভিডিওয়। বলাই বাহুল্য সকলের সমর্থন শিল্পীর নাচে আরও প্রাণ ঢেলেছে। 


ভিডিও পোস্ট করে স্বাতী ক্যাপশনে লেখেন, 'ডিসিতে ঘুরতে গিয়ে একটা স্বতঃস্ফূর্ত কোরিওগ্রাফি করে ফেলি! উপস্থিত মিষ্টি দর্শকদের ধন্যবাদ।'


 






আরও পড়ুন: Viral: ১০ বছরের মেয়ের গায়ে গরম কফি ফেললেন বিমানের ক্রু! পুড়ে-জ্বলে গেল নাবালিকার দেহ


৯ জুন ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করা হয়। সেই থেকে এই ভিডিও ৮ লক্ষ ভিউজ পেয়েছে। অন্যদিকে এটি শেয়ার করার পর সাড়ে ৫১ হাজার লাইক পেয়েছে। অবশ্যই সেই সংখ্যা ঊর্ধ্বমুখী। অনেকেই তাঁর নাচের প্রশংসা করে কমেন্টও করেছেন। একজন লেখেন, 'দুর্দান্ত ব্যাকগ্রাউন্ডে দুর্দান্ত নাচ! যাঁরা দেখছেন তাঁদের উৎসাহও দারুণ। এমন পারফর্ম্যান্স উপভোগ না করেই বা উপায় কী!' অপর একজন লেখেন, 'কী সুন্দরভাবে উপস্থাপিত। এবং ওই পায়ে দেওয়া তাল আমার হৃদয় ছুঁয়ে গেল।' তৃতীয় একজন লেখেন, 'বাহ্! কী সুন্দর পায়ের কাজ ও মুদ্রা! দারুণ স্টান্স ও অঙ্গভঙ্গি।' অপর একজন লেখেন, 'কীভাবে এত সুন্দর কোরিওগ্রাফি স্বতঃস্ফূর্তভাবে তুমি করলে তা আমার ভাবনার অতীত।'                                                                        


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial