নয়া দিল্লি: বিমানে (Flight) যাত্রা করার উদ্দেশ্য হল কম সময়ে, আরামদায়ক জার্নি করে গন্তব্যে পৌঁছনো। কিন্তু সেই যাত্রাই যদি অসহনীয় হয়ে ওঠে তবে তা মধ্যআকাশে চিন্তার তো বটেই। বিমানে এসি নেই, এ যেন অবিশ্বাস্য। তবে কংগ্রেস নেতা (Congress Leader) অমরিন্দর সিং রাজা যে ট্যুইট করেছেন, সেখানে দেখা যাচ্ছে এমনই এক দৃশ্য।                   


মুহূর্তে ভাইরালও হয়েছে সেই ভিডিও। দেখা যাচ্ছে, যাত্রীরা লিফলেট, হালকা কাগজ-জাতীয় কিছুকে হাতপাখা বানিয়ে তা দিয়ে নিজেদের হাওয়া করে চলেছেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে হয়তো শীতাতপ নিয়ন্ত্রিত নয় বিমানটি। কিছুক্ষণ পর এক বিমানসেবিকাকে দেখা যায় যাত্রীদের সকলকে ঘাম মোছার জন্য টিস্যুও বিলি করছেন তিনি।  






শনিবার পঞ্জাব কংগ্রেস কমিটির সভাপতি অমরিন্দর সিং রাজা ট্যুইটে বলেন, 'একটি ইন্ডিগো বিমান 6E7261-এ চণ্ডীগড় থেকে জয়পুর ভ্রমণ করার সময় সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে একটি। ফ্লাইটের যাত্রীদের জন্য এটি একটি ভয়ঙ্কর ৯০ মিনিট ছিল কারণ তাদের শীতাতপ নিয়ন্ত্রণ ছাড়াই বিমানের ভিতরে বসতে দেওয়া হয়েছিল।'                                        


আরও পড়ুন, ঝাড়ুতেও 'পুষ্টি'! 'এ কী কোনও খাওয়ার জিনিস', প্যাকেট দেখে হেসে গড়াল ইন্টারনেট


যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 


এই বিষয়ে অভিযোগ করে, কংগ্রেস নেতা বলেছিলেন যে প্রথমে যাত্রীদের প্রচণ্ড গরমে প্রায় ১০-১৫ মিনিটের জন্য লাইনে অপেক্ষা করতে বাধ্য করা হয়েছিল এবং তারপরে এসি চালু না করেই ফ্লাইটটি ছেড়েছিল। তিনি এও লিখেছেন, “টেক অফ থেকে অবতরণ পর্যন্ত, এসি বন্ধ ছিল এবং সমস্ত যাত্রীদের পুরো যাত্রায় 'কষ্টে' পড়তে হয়েছিল। ফ্লাইটের সময় কেউই গুরুতর উদ্বেগের কথা বলেনি। আসলে, এয়ার হোস্টেস যাত্রীদের ঘাম মুছতে 'উদারভাবে' টিস্যু পেপার বিতরণ করেছিলেন।”