নয়াদিল্লি: ভারতের যে কোনও শহরেই বহুল ব্যবহৃত যান হচ্ছে অটোরিক্সা (Autorickshaw)। সস্তায়, দ্রুততার সঙ্গে ছোট দূরত্ব অতিক্রম করার সবচেয়ে ভাল উপায় অটোয় চেপে বসা। আরও যাত্রী আকর্ষণ করার জন্য অনেক সময়েই চালকেরা সাজিয়ে তোলেন তাঁদের যানকে। ঝলমলে রং, নজরকাড়া স্লোগান (slogan) বা মজার পোস্টার (poster) সেঁটে দেওয়া হয় অটোর গায়ে। এবার তেমনই একটি ভিডিও ভাইরাল (viral video) হল সোশ্যাল মিডিয়ায়। সেই অটোর বিবরণ শুনলে চোখ কপালে উঠবে।


ভাইরাল বিলাসবহুল অটোরিক্সা


সোশ্যাল মিডিয়ায় আপাতত ভাইরাল বেঙ্গালুরুর একটি অটোরিক্সার ভিডিও। নিজের তিন চাকার সাধারণ দেখতে যানকে নতুন লুক দিলেন অটোচালক। অটোর সারা গায়ে লাগানো হয়েছে বহু রঙের এলইডি লাইট, দরজা, কাচের জানলা যা রয়েছে যাত্রী এবং চালক দুইজনের দিকেই। যাত্রীদের আরামদায়ক যাত্রা উপভোগ করানোর জন্য চালক তাঁর গাড়ির মধ্যে রেখেছেন ট্রে-টেবিলও। এখানেই শেষ নয়, সঙ্গে রয়েছে কুশন, চামড়ায় মোড়া আসন, এবং ফ্যানও। এসবের সঙ্গে অটোর পিছনে একটি রঙিন টিকারও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে প্রদর্শিত হচ্ছে প্রয়াত কন্নড় অভিনেতা পুনীত রাজকুমার ও শঙ্কর নাগের রঙিন পোস্টার। 


অজিত সাহানি নামের এক ট্যুইটার ব্যবহারকারী এই অনন্য অটোরিক্সার ভিডিও শেয়ার করে লেখেন, 'হ্যালো বেঙ্গালুরু, কী সুন্দর ও দুর্দান্ত অটো। কেউ কি এই অটোয় সওয়ার হয়েছেন এখনও?'


ভিডিওতে দেখা যাচ্ছে, চালক কিছু মুগ্ধ স্থানীয় বাসিন্দাদের নিজের অটোর সফর করাচ্ছেন এবং সমস্ত অনন্য বৈশিষ্ট্য প্রদর্শন করছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর চালকের এই আইডিয়া বেশ প্রশংসিত হচ্ছে। 


 






এক নেটিজেন কমেন্টে লেখেন, 'বাহ্ কী সুন্দর! শ্রীলঙ্কায় এরকম ধরনের অটো দেখেছি আর ভীষণ ভাল লেগেছিল।' অপর একজন লেখেন, 'স্মার্ট সিটি বেঙ্গালুরুতে হাই-টেক অটো। যা করেন তাতেই গর্বিত হওয়ার মতো।' তৃতীয় একজন লেখেন, 'সুন্দর অটো, ভিতরটা দুর্দান্ত'। 


অবশ্য সকলেরই যে এমন সাজানো অটো পছন্দ হয়েছে তা নয়। এক ব্যক্তি মন্তব্য করেন, 'যখন ওঁদের ডাকা হয় তখন থামেন না এবং যুক্তিসঙ্গত ভাড়া নেন না। মিটারে চলে না। বুকিং অ্যাপেও রাইড অ্যাক্সেপ্ট করে না। আমরা কীভাবে যাতায়াত করব?'


আরও পড়ুন: Travel Destination: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা 'ট্যুরিস্ট স্পট' থেকে, রইল ৮ 'অফবিট' সন্ধান


কিছুদিন আগে, একই ধরনের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা গিয়েছিল অটোরিক্সায় চালক এয়ার কুলার লাগিয়েছেন। 


 


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial