বেঙ্গালুরু: শুক্রবার ওড়িশার বালেশ্বরের (Baleswar) ভয়াবহ দুর্ঘটনা (Odisha Train Accident)। প্রাণ গেল প্রায় ২৮৮ জনের, আহত অজস্র। এখনও কত দেহ শনাক্তই হল না। চারিদিকে স্বজনহারার হাহাকার। সেই রেশ এখনও কাটেনি। স্পষ্ট দুর্ঘটনার দগদগে ক্ষত। আর এই আবহেই ভাইরাল হল (viral video) এক নাবালকের রেলওয়ে ট্র্যাকের (railway track) ওপর পাথর রেখে দেওয়ার ভিডিও। 


রেলট্র্যাকে পাথরের সারি, নাবালকের কীর্তি ভাইরাল


বালেশ্বর দুর্ঘটনার দিন তিনেকের মাথায় সোমবার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক নাবাললকে ধরে প্রশ্ন করছেন স্থানীয় বাসিন্দারা। কর্ণাটকের (Karnataka) এই ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে হাত জোড় করে কেঁদে চলেছে ছেলেটি, চাইছে ক্ষমা। কিন্তু দোষ কী তার? 


ট্রেন চলাচলের লম্বা লাইন ধরে পরপর পাথর সাজিয়ে রেখেছে সে। ধরা পড়তেই স্থানীয়দের প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। এঁদের মধ্যেই একজন শাস্তিস্বরূপ ওই নাবালককে দিয়েই লাইনের ওপর রাখা সব পাথর সরানোর কাজ করান। 


 






কিন্তু এমন কাণ্ড কেন করে ছেলেটি? কতদিন ধরেই বা এই কাণ্ড ঘটাচ্ছে সে? এর আগেও এমন সাংঘাতিক কাণ্ড করেছে না কি সে? সকলের প্রশ্নের মুখে পড়ে নাবালক স্বীকার করে নেয় যে এই প্রথম এমন কাজ করেছে সে। একইসঙ্গে ওই বালক এও জানায় যে এই কাজ করতে তাকে কেউ শেখায়নি, বলেওনি। 


কিন্তু যে কীর্তি সে করেছিল তা সাধারণ মানুষের চোখে না পড়লে ফের ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকতে হত যে সাধারণ মানুষকে। নাবালকের কাণ্ডে শিহরিত হয়ে ভিড়ের মধ্যে থেকেই এক ব্যক্তি বলেন তাকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। এই কথা শুনেই কান্নায় ভেঙে পড়ে ছেলেটি এবং পা ধরে ক্ষমা চাইতে থাকে। 


আরও পড়ুন: Viral Video: মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড


ওড়িশার বালেশ্বরের দুর্ঘটনার পর এই ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, 'আরও একটা বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল'। 


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial