নয়াদিল্লি: 'আমাদের ২ হাজারের (2000 Rupee Note) নোট দিন, আর ২১০০ টাকার জিনিসপত্র (Product) নিয়ে যান', রীতিমতো পোস্টার দিয়ে এভাবেই ২০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের সুযোগে বিক্রি বাড়ানোর কৌশল খুঁজে বের করেছে রাজধানীর একটি দোকান। সেই পোস্টার এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সুমিত আগরওয়াল নামে Confederation of All India Traders-র ন্যাশনাল সেক্রেটারি সেই পোস্টার ট্যুইট করার পর থেকেই হইচই। সঙ্গে ক্যাপশন, 'আপনারা যদি মনে করে থাকেন, RBI স্মার্ট, তা হলে আর এক বার ভেবে দেখুন কারণ দিল্লির লোকজন আরও স্মার্ট। বিক্রি বাড়ানোর জন্য কী অভিনব ভাবনা!'     


বিশদে প্রস্তাব...
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে দিন থেকে ২ হাজার টাকার গোলাপি নোট সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে, সে দিন থেকেই একপ্রস্ত নতুন হইচই শুরু হয়েছে গোটা দেশে। বিশেষত পেট্রোল পাম্প এখন নগদ লেনদেনের হটস্পট। কিন্তু মানুষের মধ্যে বিভ্রান্তি এখনও পুরোপুরি কাটেনি। এমন অবস্থায় নিজেদের বিক্রি বাড়াতে দুরন্ত কৌশল নিয়েছে দিল্লির GTB নগরের একটি মাংসের দোকান। পোস্টারে ২ হাজার টাকা পিঙ্ক নোট সাঁটিয়ে খোলা বার্তা দিয়েছে তারা যার আপাত মর্ম, সহজে ২ হাজার টাকার নোট বদলে ফেলুন। শুধু তাই নয়। পরিবর্তে ২১০০ টাকার মাংস নিয়ে যান। কিন্তু এটি যে আসলে তাদের বিক্রি বাড়ানোর কৌশল, সেটিও খেয়াল করেছেন নেটিজেনরা। তবে যে ভাবে কঠিন পরিস্থিতিতেও অভিনব কায়দায় তারা মার্কেটিং করেছে, তাকে কুর্নিশ না জানিয়ে উপায় নেই। তাই পোস্টারটি এখন ভাইরাল ট্যুইটারে। বিক্রেতাদের উদ্যোগের জন্য উৎসাহ-শুভেচ্ছার বন্যায় তোড় সেখানে।


নেটিজেনদের প্রতিক্রিয়া...
একজন লিখেছেন, 'ব্যবসা মানেই আসলে সব রকম সুযোগের সদ্ব্যবহার।' আবার আর এক জন লেখেন, 'মাংসের দোকানে নিজের মূল্য এভাবে হারিয়ে যেতে দেখা হল না মহাত্মা গাঁধীর।' প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি অনুসারে,আর এই নোট ছাপবে না RBI। সেই কারণে ব্যাঙ্কগুলিকে এই নোট সরবরাহ থেকে আগেই বিরত থাকতে বলেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। RBI-এর ঘোষণা অনুযায়ী, ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই নোট বদলে নিতে হবে। যদি কেউ এই নির্দিষ্ট দিনের মধ্যে টাকা বদলাতে না পারেন, তাহলে কী হবেRBI জানিয়েছে, ২০০০ টাকার নোট আইনি টেন্ডার থাকবে। যার অর্থ বর্তমানে, ২০০০ টাকার নোট দিয়ে পণ্য ও পরিষেবা কেনা যাবে। এ ছাড়া যেকোনও লেনদেন করা যাবে। তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আপনি ২০০০ টাকার নোট জমা দিতে না পারলে কী হবে, তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি।


আরও পড়ুন:কাজের জায়গায় সুখবর পেতে পারেন কারা ? কেমন যাবে আজকের দিন ?