Digital Beggar: ভারতে ডিজিটাল প্রযুক্তি এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, দোকানে দোকানে এমনকী সবজির বাজারেও এখন অনলাইন পেমেন্ট পদ্ধতি চালু হয়ে গিয়েছে। নগদহীন অর্থনীতির এক অন্য রূপ সম্প্রতি দেখা গেল সমাজমাধ্যমে। গুয়াহাটির এক ভিখারিকে রাস্তায় দেখা গেল গলায় কিউআর কোড ঝুলিয়ে ভিক্ষা করতে। এক প্রতিবন্ধী ব্যক্তি ঠিক এভাবেই রাস্তায় রাস্তায় কিউআর কোড ঝুলিয়ে ভিক্ষা করছিলেন আর তাঁর ভিডিয়ো সমাজমাধ্যমে আসতেই তোলপাড় হয়ে যায় নেটপাড়া। অনেকেই তাঁকে নাম দেন 'ডিজিটাল বেগার'।
ভিডিয়োতে কী দেখা গিয়েছে
কেনাবেচা ও লেনদেনের ক্ষেত্রে কিউআর কোডের ব্যবহার অনেকক্ষেত্রেই দেখা যায়। তবে এমন অভিনব কায়দায় কিউআর কোডের মাধ্যমে ভিক্ষা করা আগে কেউ দেখেনি। এমন ঘটনাই ঘটল অসমে। গুয়াহাটির রাস্তায় একজন প্রতিবন্ধী ভিক্ষুককে দেখা গেল এভাবেই গাড়িতে বসা দুজন মানুষের কাছ থেকে ভিক্ষা চাইতে। সেই প্রতিবন্ধী মানুষটি গাড়িতে বসা দুজনকে অনুরোধ করতেই মোবাইল বের করে তাঁদের একজন ১০ টাকা অনলাইন পেমেন্ট করেন ভিক্ষুককে এবং সেই ভিক্ষুক কানে ফোন দিয়ে শুনে নেন টাকা ঢুকেছে কিনা তার নোটিফিকেশন। জানা যায় এই প্রতিবন্ধী ভিক্ষুকের নাম দশরথ।
ভিডিয়ো পোস্ট করে কী লেখা হয় ক্যাপশনে
কংগ্রেসের একজন নেতা গৌরব সোমানি তাঁর এক্স হ্যান্ডলে এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'চিন্তা উসকে দেওয়া মুহূর্ত। গুয়াহাটির এক অভূতপূর্ব দৃশ্য দেখে চোখ আটকে গিয়েছে। ফোন পে ব্যবহার করে একজন ভিক্ষুক সাহায্যের আবেদন জানিয়েছেন। প্রযুক্তি আসলে কোনও বাধা-সীমা মানে না। সামাজিক স্তরের বাধার অনেক উর্ধ্বে নিয়ে গিয়েছে এই প্রযুক্তি। আসুন মানবতা আর এই ডিজিটাল প্রযুক্তির অগ্রগতির দুনিয়া নিয়ে আরও খানিক চুলচেরা বিশ্লেষণ করি'।
এর আগেও ঘটেছে একই ঘটনা
তবে কিউআর কোড নিয়ে ভিক্ষা করার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও ৪০ বছর বয়সী এক বিহারবাসীকে বেঠিয়া রেলস্টেশনে বসে ঠিক এভাবেই কিউআর কোডের সাহায্যে ভিক্ষা করতে দেখা গিয়েছিল। তাঁর কিউআর কোডটি একটি ডিজিটাল ট্যাবলেটে গলায় ঝোলানো ছিল। সেবার রাজু পটেল নামের সেই ভিক্ষুক জানিয়েছিলেন যে তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের খুব বড় একজন অনুরাগী এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়ার নীতিকে তিনি অনুসরণ করেন।
২৪ মার্চ এই ভিডিয়ো পোস্ট হয় সমাজমাধ্যমে আর তাঁর পর থেকেই বহু মানুষ এটি দেখে ছড়িয়ে দিয়েছেন নিজেদের মধ্যে। ৩৬ সেকেন্ডের এই ছোট্ট ভিডিয়োটি অনেক ভাবনা-চিন্তার রসদ উসকে দিয়েছে বলেই অনেকের মনে হয়।
আরও পড়ুন: Sundarban Tiger: এক লাফে খাল পেরলো রয়াল বেঙ্গল, সুন্দরবনের এই ভিডিওই এখন ভাইরাল