কলকাতা: অনেকেই বলে থাকেন, প্রেম কোনও বাঁধ মানে না। স্বপ্নের মতো সুন্দর ডেট থেকে সঙ্গীর জন্য পছন্দের খাবার রান্না করা, ভালবাসা প্রকাশ করার নানা ধরন রয়েছে। কিন্তু যদি এমনটা হয় মহাকাশে রোম্যান্টিক ডেটে (Romantic Date) যাওয়ার সুযোগ! অবাক লাগলেও বাস্তবে ঘটতে পারে এমন ঘটনা।
মহাকাশে রোম্যান্টিক ডেট?
ফরাসি বেলুন কোম্পানি জেফাল্টোকে এই কারণে ধন্যবাদ জানাতেই হয়। বিনোদন সংস্থা সূত্রে খবর, সেরা খাবার সরবরাহ করার পরিকল্পনা করেছে। জানা গিয়েছে, যাত্রীপ্রতি খরচ হবে ১ কোটি টাকা। ২০২৫ সালের মধ্যে বেলুনটি প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে।
কয়েক বছর আগেই জেফাল্টো এই কাজ শুরু করেছেন। গত বছর সংশ্লিষ্ট সংস্থা ফরাসি স্পেস এজেন্সি CNES পার্টনারশিপের কথা ঘোষণা করেছে। সোশাল মিডিয়ায় পোস্ট করে সংস্থা জানিয়েছে, “জেফাল্টো ফ্রান্সের মহাকাশ সংস্থা CNES এর সঙ্গে অংশীদারিত্ব করছে। স্ট্রাটোস্ফিয়ারিক বেলুনে ৬০ বছরের অভিজ্ঞতার। এবার পর্যটকদের স্বপ্ন পূরণের দুঃসাহস দেখাচ্ছি। তারা আরও বলেছে, নক্ষত্রের ম্যাজিক দেখার সুযোগ করে দিচ্ছে জেফাল্টো। সংস্থা জানিয়েছে, "মহাকাশ বিজ্ঞানের সঙ্গে যুক্ত, বিশেষজ্ঞরা বিভিন্ন সরঞ্জামের পরীক্ষা করেছে। এই প্রস্তুতি স্ট্রাটোস্ফিয়ারিক বিমান এবং প্রযুক্তিগত নিখুঁত দক্ষতা নিশ্চিত করছে। ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত উপরে উঠতে পারবে।