Exam List: পরীক্ষার নাম শুনলেই জ্বর আসে অনেকের। যখন থেকে পড়াশোনা শুরু করেছেন, তবে থেকেই কত যে পরীক্ষা দিতে হয়েছে তার ইয়ত্তা নেই। পরীক্ষা আসলেই অনেকের রক্তচাপ বেড়ে যায়। কিন্তু শুনলে অবাক হবেন আমাদের স্কুল-কলেজে যে পরীক্ষা (Toughest Exams) দিয়েছেন আপনি, সেটা যত না কঠিন পৃথিবীর কিছু কিছু দেশে এমন কিছু পরীক্ষা আছে যা আরও কঠিন। বলা হয় এই সব পরীক্ষায় নাকি ৯০ শতাংশ পরীক্ষার্থী পাশ করতেই পারেন না। দেবেন নাকি এই পরীক্ষা ?
সাধারণত পরীক্ষা কতটা কঠিন তা নির্ভর করে সেই পরীক্ষার পাঠক্রম, প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় এবং পাশের হারের উপর। আর সেই দিক থেকে পৃথিবীর অন্যতম কঠিন পরীক্ষাগুলির (Toughest Exams) মধ্যে ভারতের কিছু পরীক্ষাও আছে। জানলে অবাক হবেন, বিশ্বের মধ্যে চিনের গাওকাও (Gao Kao Exam) পরীক্ষা রয়েছে তালিকার শীর্ষে। মূলত এই পরীক্ষা নেওয়া হয় দেশের এলিট কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য। গাওকাও পরীক্ষা দিতে হয় প্রায় ৯ ঘণ্টা ধরে। ১৮ বছর না হলে এই পরীক্ষায় বসা যায় না, আর তাঁর জন্য প্রস্তুতি নিতে হয় প্রায় ১২ বছর ধরে। ইউরোপিয়ান ও আমেরিকান কলেজগুলিতে ভর্তির জন্য এই পরীক্ষায় বসতে হয়।
কঠিনতম পরীক্ষার তালিকায় দ্বিতীয় স্থানেই আছে ভারতের আইআইটি জেইই (IIT-JEE) পরীক্ষা। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ভারতের যে সমস্ত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) আছে, সেখানকার প্রবেশিকা পরীক্ষা অন্যতম কঠিন পরীক্ষা। প্রতি বছর হাজার হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন, কিন্তু এতে পাশের হার খুবই কম।
তৃতীয় স্থানেই রয়েছে আরেকটি জনপ্রিয় পরীক্ষা। ইউপিএসসি (UPSC)। দেশের আইএএস, আইপিএস হতে চান যে সমস্ত পরীক্ষার্থীরা, তাঁদের কাছে এই ইউপিএসসি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। সিভিল সার্ভিস পরীক্ষায় প্রতি বছর ৫ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১০০০ জন পাশ করেন।
কঠিন বলে কঠিন ! মেনসা (MENSA) পরীক্ষার নাম শুনেছেন ? পৃথিবীর সবথেকে প্রাচীন পরীক্ষা এটি। মূলত আইকিউ যাচাই করা হয় এই পরীক্ষার মাধ্যমে। ৯৮ শতাংশ মানুষ যাদের আইকিউ সাধারণের থেকে অনেক বেশি, বুদ্ধিমান, যুক্তিবোধসম্পন্ন মানুষেরাই কেবল এই পরীক্ষায় পাশ করেন।
এই তালিকায় এর পরেই আসে CFA পরীক্ষার নাম। এর পুরো নাম চার্টার্ড ফাইনান্সিয়াল অ্যানালিস্ট পরীক্ষা। প্রতি বছর প্রায় ১ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন। মূলত ফিনান্স প্রফেশনালদের জন্য এই পরীক্ষা নেওয়া হয়। চার বছর এই পেশার সঙ্গে যুক্ত থাকলে এই সিএফএ ডিগ্রি পাওয়া যায়।