কলকাতা: ছোট বেলায় হাতে খড়ি হয়ে যাওয়া মানেই স্লেট, পেনসিল ও চক হয়ে ওঠে আমাদের বন্ধু। পড়ালেখা ছাড়াও পেনসিল আঁকতে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। যে কারণে আমাদের অনেকেরই পেনের সঙ্গে পেনসিল সবসময়ই কাছে থাকে। তবে আপনাদের জানিয়ে রাখি এই পেনসিল শব্দটি কিন্তু একটি ইংরেজি শব্দ। কিন্তু কখনও কী ভেবে দেখেছেন পেনসিলের বাংলা কী?


বাংলায় আমরা এমন অনেক শব্দ ব্যবহার করি যা আসলে ইংরেজি। এই যেমন- কাপ, প্লেট, চেয়ার, টেবিল ইত্যাদি। এমনই একটি শব্দ পেনসিল। এই শব্দগুলোর কোনো প্রতিশব্দ ব্যবহার করা হয় না। এক কাপ চায়ের বদলে কেউ এক পেয়ালা চা চান না। কেউ বলেন না, কেদারাটায় বসুন। ট্রেন-বাস-ট্যাক্সি শব্দগুলোও কিন্তু ইংরেজি।                                                                                                  


পেনের বাংলা কলম তা আমাদের সকলেরই জানা। কিন্তু পেনসিলের বাংলা নিশ্চয়ই বলতে হোঁচট খেতে হতে পারে। গাছের কাঠের পাতলা আকৃতির মধ্যে সুক্ষ শীষ ঢুকিয়ে তৈরী করা হয় এই পেনসিল। বেশিরভাগ পেনসিল কোর গ্রাফাইট গুঁড়ো দিয়ে তৈরি করা হয়৷ ১৫০০ সালের আশেপাশে সিসা পাওয়া যায় ও তারপরেই সেটা দিয়ে লেখা শুরু হয়। যদিও পেনসিল আকৃতিতে আসতে কিন্তু অনেক বছর সময় লেগেছে।             


আরও পড়ুন, আলু, পেঁয়াজের নাম তো সবারই জানা, পটলকে ইংরেজিতে কী বলে?


৯৯% মানুষ এখনও পেনসিলের বাংলা অর্থ বলতে পারবেন না! আমাদের প্রশ্ন সবার কাছেই। কখনো কি ভেবে দেখেছেন পেনসিলের বাংলা কী? পেনের বাংলা কলম অনেকে জানলেও পেনসিল বাংলা অর্থ জানেন না। আজ তবে এটি জেনে নিন। বাংলায় পেনসিলকে শিসযুক্ত লেখনী বলা হয়। 


এবার থেকে কেউ জিজ্ঞেস করলে নিশ্চয়ই আপনিও খুব সহজে বলতে পারবেন এর উত্তর। ছোট থেকে সবাই এতবার পেনসিল ব্যবহার করলেও বাংলা অর্থ আর জেনে নেওয়া হয়না । অন্য কাউকে জিজ্ঞেস করে দেখুন তো তিনি পেনসিলের বাংলা জানেন কি না!