কলকাতা:  বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসাবে পরিচিত ভারত। লক্ষাধিক ভোটার এই দেশে। যেখানে সুষ্ঠুভাবে ভোট করানো একটা চ্যালেঞ্জ। এই অবাধ ভোটগ্রহণ প্রক্রিয়ায় সহায়তা করার জন্য, অনেক কর্মীকে নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের প্রত্যন্ত এলাকায় গিয়ে গিয়ে ভোট নেওয়ার কাজও দেওয়া হয়েছে তাঁদের।             


ভোট নিতে যাওয়া এই সকল আধিকারিকদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের  একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হচ্ছে। হিমাচল প্রদেশ শেষ হওয়া বিধানসভা নির্বাচনের সময় শ্যুট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, একদল সরকারি কর্মচারী গভীর তুষারের মধ্যেই ট্রেকিং করে চাম্বা জেলার ভরমৌর বিধানসভা কেন্দ্রের চাসাক বাটোরি ভোটকেন্দ্রে পৌঁছনোর চেষ্টা করছেন।






এই ভিডিওটি ফের শেয়ার করেছেন আনন্দ মাহিন্দ্রা। মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান লেখেন, "নির্বাচনী আধিকারিকরা নির্বাচনী আধিকারিকরা বরফের মধ্যে দিয়ে ১৫ কিলোমিটার ট্রেকিং করে হিমাচলের ভোটকেন্দ্রে ১২ হাজার কিলোমিটার উচ্চতায় উঠছেন। এই ধরনের ছবি দেখায় কীভাবে আমাদের গণতন্ত্র কাজ করে চলেছে। কোনও শব্দই যথেষ্ট নয় এই কাজকে বিশ্লেষণ করার জন্য।" 


এই ভিডিওটি নেটিজেনরা কী কী প্রতিক্রিয়া দিয়েছেন দেখে নেওয়া যাক-