Fathers Day: দুনিয়ার সমস্ত বাবার কাছে নিঃসন্দেহে অন্যতম আনন্দের মুহূর্ত সন্তানের সাফল্যের সাক্ষী হওয়া। আর পিতা যদি হন কন্যাসন্তানের (Successful Daughter) এবং কন্যা সাফল্যের সিঁড়ি বেয়ে বাবার থেকেও উপরে উঠে যেতে পারেন, তাহলে গোটা বিশ্ব যাই বলুক না কেন বাবা ঠিক কতটা গর্বিত হন তা ভাষায় প্রকাশ করার নয়। এই অনুভূতি যাঁরা জীবনে পেয়েছেন তাঁরাই বুঝবেন এর মাহাত্ম্য। সম্প্রতি এক বাবা-মেয়ে (Proud Father) এবং তাঁদের সাফল্য ও গর্বের কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Picture) হয়েছে। এমন কিছু ছবি প্রকাশ্যে এসেছে যা দেখে আপনার চোখের কোণ ভিজবে আবার ঠোঁটে ফুটে উঠবে চওড়া হাসিও। সোশ্যাল মিডিয়ার খারাপ দিক নিয়ে যাঁরা হামেশাই আলোচনা করেন, এই ছবি দেখলে তাঁরাও বলতে বাধ্য হবেন, ভাগ্যিস সোশ্যাল মিডিয়ার আবিষ্কার হয়েছিল। 


তেলঙ্গানা রাজ্য পুলিশ অ্যাকাডেমির ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত এন ভেঙ্করেশ্বরলু। এই গল্পটা তাঁর এবং তাঁর কন্যা এন উমা হারাথির। সোশ্যাল মিডিয়ার ছবিতে দেখা গিয়েছে, ফুলের তোড়া হাতে নিয়ে একগাল হেসে দাঁড়িয়ে রয়েছে উমা। আর উল্টোদিকে দাঁড়িয়ে স্যালুট করছেন তাঁর পিতা। পুলিশকর্তার মুখের হাসিই বলে দিচ্ছে মেয়ের সাফল্যে কতটা গর্বিত তিনি। আইএএস পরীক্ষায় সফল হয়েছেন উমা। এখন তিনি একজন ট্রেনি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস অফিসার। নিজেদের ট্রেনিং সংক্রান্ত কাজের জন্য আইএএস উত্তীর্ণ ট্রেনি অফিসাররা উপস্থিত হয়েছিলেন তেলঙ্গানা স্টেট পুলিশ অ্যাকাডেমিতে। সেখানেই মন ছুঁয়ে যাওয়া এই মুহূর্তের সৃষ্টি হয়েছিল। আর তার সাক্ষী থেকেছেন সকলে। সবচেয়ে উল্লেখ্যযোগ্য হল এই ঘটনা ঘটেছে 'ফাদার্স ডে'- এর ঠিক আগের দিন, ১৫ জুন শনিবার। আর ১৬ জুন রবিবার ছিল 'ফাদার্স ডে'।  


একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ২০২২ সালে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা দিয়েছিলেন উমা এবং তৃতীয় স্থান অধিকার করেন তিনি। বর্তমানে উমা একজন প্রবিশনারি আইএএস অফিসার। মেরি চেন্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের (এমসিআর এইচডিআর)- ট্রেনিং ব্যাচে সংযুক্ত রয়েছেন তিনি। এই ট্রেনিংয়ের সূত্রেই তেলঙ্গানার রাজ্য পুলিশ অ্যাকাডেমিতে গিয়েছিলেন উমা। সেখানে তিনি এবং তাঁর সতীর্থরা দিয়েছেন প্রেজেন্টেশন। বিষয় ছিল তেলঙ্গানা রাজ্য পুলিশ অ্যাকাডেমির ভূমিকা এবং ট্রেনিংয়ের বা প্রশিক্ষণের পদ্ধতি। 


আরও পড়ুন- আইসক্রিমের মধ্যে ভয়াবহ কীট! ঢাকনা খুলতেই আতঙ্কে কাঁটা ক্রেতা 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।