নয়ডা: সন্তান বায়না করেছিল ম্যাঙ্গো শেক খাবে। ছেলেকে পছন্দের খাবার দিতে তৈরি করছিলেন মা দীপা দেবী। প্রয়োজন ছিল ভ্য়ানিলা আইসক্রিমের। সেই কারণে Blinkit থেকে অর্ডার করেছিলেন তিনি। দ্রুত এসেও গিয়েছিল। কিন্তু আইসক্রিমের বাক্সের ঢাকনা খুলতেই আতঙ্কে কাঁটা হয়ে যান দীপা দেবী। সেই আইসক্রিমে জমে রয়েছে একটি কীট- centipede .. কেন্নো বা বিছেজাতীয় কোনও পোকা। 


এনডিটিভিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ১২-তে। এই ঘটনা নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে আইসক্রিমের টাবের ঢাকনা খুলতেই দেখা যাচ্ছে আইসক্রিমে জমে রয়েছে ওই কীট। এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ভিডিও। এই ঘটনায় খাদ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতে খাদ্যসুরক্ষা মাপকাঠি আদৌও পালন করা হয় কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।                       


এই ঘটনার পরেই Blinkit-এ একটি অভিযোগ জমা দিয়েছেন দীপা দেবী। তারপরেই ওই আইসক্রিমের দাম ফেরত দিয়েছে ওই সংস্থা। তারা এটাও জানিয়েছে এই গোটা বিষয়টি ওই আইসক্রিম প্রস্তুতকারক সংস্থা আমূল-কে জানানো হয়েছে।


কিন্তু এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। কদিন আগেই মুম্বইতেও আইসক্রিম নিয়ে বিভীষিকার শিকার হয়েছিলেন এক ব্য়ক্তি। তিনি তিনটি আইসক্রিম কোন কিনেছিলেন, সেখানে একটি আইসক্রিমের মধ্যে ছিল মানুষের কাটা আঙুল। ওটা ছিল Yummo-এর বাটারস্কচ আইসক্রিম। সেক্ষেত্রেও অ্যাপের মাধ্যমেই অর্ডার করা হয়েছিল। ওই ব্য়ক্তি জানিয়েছেন, তিনি প্রথমে বুঝতেই পারেননি যে ওটা মানুষের কাটা আঙুল। কোনও বাদাম বা অন্য কিছু মনে করেছিলেন। পরে সত্যিটা বুঝতে পারেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি মুখে দিয়ে দিয়েছিলেন আইসক্রিম। অস্বাভাবিক কিছু টের পেতেই মুখ থেকে বের করে দেন তিনি। এনডিটিভিকে তিনি জানিয়েছিলেন, উনি পেশায় ডাক্তার। ফলে কাছ থেকে পরীক্ষা করে তিনি দেখেছিলেন ওই কাটা আঙুলে নখ রয়েছে, আঙুলের ছাপও রয়েছে। ওই আইসক্রিম সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।               


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: 'মারার জন্য গুলি করা হয়নি...' শ্যুটআউটের পরেই ব্যবসায়ীকে ফোন বিহারের জেল থেকে?