কলকাতা: ভূপ্রকৃতির দিক থেকে বৈচিত্রে ভরপুর ভারত। এক এক এলাকায় ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এক একরকম। কোথাও নদীর পললসমৃদ্ধ এলাকা। কোথাও বালিতে ঢাকা মরুভূমি। কোথাও কৃষ্ণমৃত্তিকা কোথাও আবার অনুর্বর খনিজসমৃদ্ধ মালভূমি। কোথাও হিমালয় কোথাও আবার বিস্তীর্ণ উপকূল। ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের কারণেই জীববৈচিত্র্যের দিক থেকেও ভারত অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ। উদ্ভিদ ও প্রাণীকুলের বিপুল সম্ভার রয়েছে এই দেশে। জীববৈচিত্রের দিক থেকে বিচার করলে অত্যন্ত সমৃদ্ধ দেশ ভারত। তার আরও একবার প্রমাণ পাওয়া গেল। সেটাও আবার বাংলায়। 


Indian Forest Service-(IFS) এর আধিকারিক Parveen Kaswan একটি ছবি শেয়ার করেছেন তাঁর X হ্যান্ডেলে। তিনি প্রায়শই বন্যপ্রাণ সংক্রান্ত একাধিক পোস্ট করেন তাঁর X হ্যান্ডেলে। এবার তিনি যার ছবি শেয়ার করেছেন, তিনি জানিয়েছে সেটি বিশ্বের অন্যতম বৃহৎ কাঠবেড়ালি প্রজাতির (world's largest squirrel species) প্রাণী, যা ভারতে পাওয়া যায়। 


তিনি জানিয়েছেন, এই ছবিটি পশ্চিমবঙ্গের বক্সা জঙ্গলে তোলা। সঙ্গে নেটজনতার দিকে প্রশ্নও রেখেছিলেন তিনি। প্রাণীটিকে চেনার জন্য। বলেই দিয়েছিলেন, এটি বিশ্বের অন্যতম বৃহৎ কাঠবেড়ালি প্রজাতির প্রাণী। নাম জানতে চেয়েছিলেন তিনি।



পোস্ট প্রচুর X-ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। কেউ জানিয়েছেন এটি Malabar giant squirrel, কারও দাবি এটি Malayan giant squirrel. আরও অনেকে অন্য নামও বলেছেন। একজন এই প্রজাতির প্রাণী দেখার অন্য অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, তিরুপতি ভ্রমণের সময় এটি দেখেছেন তিনি। ১০-১৫ বছর আগে মুম্বইতেও এই প্রজাতির প্রাণী তিনি দেখেছিলেন বলে জানিয়েছেন। পশ্চিমঘাট পর্বতমালার বিস্তীর্ণ অংশে এই প্রাণী দেখা যায় বলে একজন জানিয়েছেন ওই কমেন্টে। কেউ জানিয়েছেন ওড়িশায় দেখা পেয়েছেন, কেউ আবার বলেছেন অসমে দেখা পেয়েছেন। 


পরে সেই থ্রেডেই উত্তর দিয়েছেন Parveen Kaswan। তিনি লিখেছেন বক্সার জঙ্গলে তোলা এই ছবিটি Malayan Giant Squirrel-এর, এই প্রাণীটিকে Black Giant Squirrel-ও বলা হয়। এটি Malabar Giant Squirrel-এর থেকে আলাদা। IFS আধিকারিক জানিয়েছেন, ভারতে তিনটি আলাদা আলাদা জায়ান্ট স্কুইরেলের প্রজাতি দেখতে পাওয়া যায়। Malayan giant squirrel, Malabar giant squirrel, Grizzled giant squirrel- ভারতে বিভিন্ন প্রান্তে এদের দেখা পাওয়া যায়। সব একইরকম না হলেও -আত্মীয়-স্বজন তো বলাই যেতে পারে। 


আরও পড়ুন: মহাকাশ থেকে কেমন দেখতে লাগে হিমালয়কে? 'অপূর্ব দৃশ্য'র ছবি তুললেন মহাকাশচারী