Offbeat News: গ্রীষ্মের প্রখর রোদ থেকে বাঁচতে অটোর ছাদে গড়ে তুলেছেন বাগান। রাজধানীর রাস্তায় গরম থেকে বাঁচার উপায় বের করছেন এই দিল্লির অটোওয়ালা। প্রবল দাবদাহের মধ্যেই হলুদ-সবুজ অটোরিকশা নজর কাড়ছে দিল্লিবাসীর।
Auto Garden: কুমারের কীর্তি
পাশ দিয়ে বিলাসবহুল গাড়ি গেলেও সেদিকে নজর পড়বে না আপনার। মাঝরাস্তায় নজর কাড়বে সাদামাদা এক অটো। নিজের উদ্ভাবনী শক্তির জেরে সাধারণ অটোকে অসাধারণ করে তুলেছেন তিনি। দিল্লির এই কীর্তিমান অটোওয়ালর নাম মহেন্দ্র কুমার। রাজধানীর প্রবল গরম থেকে বাঁচতে অটোর ছাদেই গড়ে তুলেছেন গার্ডেন।
Offbeat News: ৪৫ ডিগ্রিতেও ঠান্ডা অটো
বাইরের তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গেলেও অটোর ভিতরে তা বুঝতে পারবেন না যাত্রী। প্যাসেঞ্জারের কথা মাথায় রেখে অটোর ওপরে ঘন সবুজ ঘাসের চাদর বিছিয়ে দিয়েছেন মহেন্দ্র। যেখানে রাখা রয়েছে ২০টিরও বেশি ভিন্ন ধরনের গাছ। একবার এই অটো দেখেই থেমে যান যাত্রীরা। পথ চলতি অনেকেই সেলফি তোলেন এই 'চলমান বাগান'-এর সঙ্গে।
Auto Garden: কী বলছেন কীর্তিমান ?
মহেন্দ্র জানিয়েছেন, প্রায় দু'বছর আগে গ্রীষ্মের সময় এই ধারণাটি মাথায় আসে তাঁর। সেই সময় ভেবেছিলেন, অটোর ছাদে কিছু চারা লাগাতে পারলে অটো ঠান্ডা থাকবে।সেই থেকে যেমন ভাবনা তেমন কাজ। তবে অটোর ছাদে বাগান গড়েই থেমে থাকেননি মহেন্দ্র। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে অটোরিকশার ভিতরেই দুটি মিনি কুলার ও ফ্যান বসিয়েছেন তিনি। ৪৮ বছর বয়সী অটোচালক বলেন, "এটি এখন প্রাকৃতিক এসি (এয়ার কন্ডিশনার) এর মতো। যাত্রীরা রাইডে খুবই খুশি হন। সেই কারণে ভাড়া বাদে আরও ১০-২০ টাকা দিতে আপত্তি করেন না।"
Offbeat News: কেমন করে তৈরি হল বাগান ?
তবে অটোর ছাদে কেবল বাগান তৈরি করেই থেমে থাকেননি কুমার। অটোরিকশায় রোপণ করেছেন লেটুস, টমেটো ও বাজরার গাছ। সেই ক্ষেত্রে প্রথমে মাদুর বিছিয়ে অটোরে ছাদে মোটা বস্তা রাখেন মহেন্দ্র।পরে যার ওপর মাটি ঢেলে দেন তিনি। এরপর একে একে রাস্তার ধার থেকে ঘাস ও বন্ধু-পরিচিতদের থেকে বীজ নিয়ে আসেন মহেন্দ্র। কিছুদিনের মধ্যেই বীজ সবুজ অঙ্কুরে পরিণত হয়। কুমার জানিয়েছেন, বাগান বাঁচিয়ে রাখতে দিনে দু'বার জল দেন গাছে। তাতেই সবুজ হয়ে উঠেছে অটোর ছাদ। পথচলতি মানুষ মহেন্দ্রর অটো দেখে বলেন-'এসি অটো'। দিল্লিবাসীর এই মন্তব্যে খুশি হল মহেন্দ্র। যদিও নিজের অটোকে 'চলতা গার্ডেন' হিসাবেই দেখেন কীর্তিমান কুমার।
আরও পড়ুন : Electricity Bill: গরমে এসি চালালেও কম আসবে বিদ্যুতের বিল, রইল পাঁচ পরামর্শ