Viral Video: করোনা পরবর্তী সময়ে (Post Corona Period) অর্থাৎ যখন কোভিডের (Covid 19) সমস্ত নিয়ম-কানুন উঠে গিয়ে একদম জমজমাট ভাবে বিয়ে (Indian Weddings) শুরু হয়েছিল, তখন প্রায় রোজই সোশ্যাল মিডিয়ার (Social Media) বিভিন্ন মাধ্যমে ভাইরাল (Viral Video) হত বিয়েবাড়ির বিভিন্ন মজার ভিডিও (Funny Video)। নেটিজেনরাও নিখাদ মজা পেতেন এইসব ভাইরাল ভিডিও দেখে। সম্প্রতি ফের একটি বিয়েবাড়ির ভিডিও ভাইরাল হয়েছে। আর এখানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন খোদ বর। দিব্যি সেজেগুজে বরবেশে ছাদনাতলায় হাজির হয়েছেন তিনি। তবে তার গলায় যে মালা পরানো রয়েছে সেটা ধরার জন্য চার-পাঁচজন লোকের প্রয়োজন হয়েছে। বর-কনের গলায় থাকা ফুলের মালার ওজন বেশি হয় একথা ঠিকই। কিন্তু তাই বলে সেটা সামলানোর জন্য চার-পাঁচজনের জন্য প্রয়োজন হবে, এমনটা সচরাচর দেখা যায় না। তাহলে এই ভাইরাল ভিডিওতে কী এমন দেখা গিয়েছে যা দেখে একদম হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা?
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ভিডিও। সেখানে দেখা গিয়েছে গলায় টাকার মালা পরেছেন বর। সেই মালা আকার, আয়তনে এত বড় যে সেটা ধরে রাখার জন্য আরও কয়েকজনের প্রয়োজন হয়েছে। গলা থেকে লম্বা হয়ে স্টেজ ছাড়িয়ে মাটিতে নেমে এসেছে এই টাকার মালা। চওড়াতেও অনেকটা এলাকায় ছড়িয়ে পড়েছে বরের গলায় থাকা ওই টাকার মালা। অনুমান, আশপাশ থেকে বরের বন্ধু, আত্মীয় স্বজনরাই টাকার মালা ধরে রেখে সামাল দিচ্ছিলেন। সকলে মিলে বেশ চওড়া হাসি দিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আবার পোজ দিয়ে ছবিও তুলেছেন। বরের গলায় এরকম টাকার মালা দেখে অবাক নেট দুনিয়া। নেটিজেনদের অনেকেই কটাক্ষ করে বলেছেন 'বড়লোকের খেয়াল'। কেউ বা বলেছেন আকর্ষণ পাওয়ার জন্যই এমন টাকার মালা পরেছেন ওই বর। সবটাই দেখনদারি। এই বরের কীর্তিকলাপে যে বেশিরভাগ নেটিজেনরা খুশি হননি তা বেশ বোঝা গিয়েছে।
আরও পড়ুন- জানলার ধারে দাঁড়িয়ে বিপজ্জনক ভাবে ঘর পরিষ্কার করছেন মহিলা, ভাইরাল ভিডিও