গুজরাত: গিনেস বুকে ফের গুজরাতের (Gujarat) নাম। সৌজন্যে সূর্য নমস্কার (Surya Namaskar)। বছরের প্রথম দিনে একসঙ্গে সবচেয়ে বেশি ব্যক্তি সূর্য নমস্কার (most people doing Surya Namaskar together) করেছেন। আর তার জন্য়ই নাম উঠেছে গিনেস বুকে (Guinness World Record)। গতমাসেরই সবচেয়ে বেশি ব্যক্তি একসঙ্গে যোগব্যায়াম করার অনুষ্ঠানও গুজরাতে হয়েছিল। সেটাও জায়গা পেয়েছিল গিনেস বুকে।
গুজরাতের মেহসানার মোধেরা সূর্য মন্দির (Modhera Sun Temple) এই সূর্য নমস্কারের অনুষ্ঠান হয়। গুজরাতে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সঙ্ঘভি উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে।
ANI সূত্রের খবর, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তরফে জানানো হয়েছে, এই রেকর্ড একেবারে নতুন। কারণ এর আগে এই বিষয়ে কোনও রেকর্ড তৈরি করা হয়নি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধি অনুষ্ঠানে ছিলেন, ANI সূত্রের খবর, তাঁরা জানিয়েছেন যে গোটা অনুষ্ঠানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হয়েছে।
গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সঙ্ঘভি (Harsh Sangvhi) জানিয়েছেন, ১০৮টি জায়গায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। লক্ষাধিক মানুষ একসঙ্গে সূর্য নমস্কার করেছেন এই অনুষ্ঠানের মাধ্যমে। হর্ষ সঙ্ঘভি বলেছেন, 'সবচেয়ে বেশি লোক একসঙ্গে সূর্য নমস্কার করেছে। গুজরাত নতুন রেকর্ড তৈরি করেছে।
এই সাফল্যের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। X হ্যান্ডেল তাঁর বার্তা, '২০২৪ সালকে গুজরাত দুরন্তভাবে বরণ করল। ১০৮টি জায়গায়, সবচেয়ে বেশি সংখ্যক মানুষ সূর্য নমস্কার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম তুললেন। আমরা জানি ১০৮ সংখ্যাটি আমাদের সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠানের একটি ভাগ হয়েছে মোধেরা সূর্য মন্দিরে। এই ঘটনা প্রমাণ করে আমরা আমাদের যোগ ও সংস্কৃতির দিকে কতটা গুরুত্ব দিই।'
আরও পড়ুন: এই পোশাক পরলে এবার দরজা বন্ধ পুরী জগন্নাথ মন্দিরে! কী কী বারণ?