Businessman Donates Wealth To Become Monk: ছিলেন রাজা, হবেন সন্ন্যাসী। সন্ন্যাসীরাজা ? সম্প্রতি গুজরাটের এক ব্যবসায়ীর সম্পর্কে এমনটা বলাই যায়। কারণ তিনি নিজের সমস্ত ধনদৌলত দান করে দিতে চলেছেন। প্রায় ২০০ কোটির বেশি সম্পত্তি তার পরিবারের। সেই সব অর্থই তিনি ও তাঁর স্ত্রী দান করে দিলেন এবার।  দান করার পর সন্ন্যাস নিলেন দম্পতি। সম্প্রতি গুজরাটের এই দম্পতির কথাই উঠে এসেছে খবরের শিরোনামে। 


পেশায় ছিলেন ঠিকাদার


ইমারতি দ্রব্যের ব্যবসা ছিল গুজরাটের ব্যবসায়ী ভবেশ ভান্ডারি‌র। ব্যবসা করেই বিশাল ধনসম্পদের মালিক হন তিনি। পরিবারে তিনি ও তাঁর স্ত্রী ছাড়াও রয়েছে তার দুই সন্তান। এক ছেলে ও এক মেয়ে। ছেলে ১৬ বছর ও মেয়ে ১৯ বছর বয়সি। পরিবারে আগে থেকেই সন্ন্যাস নেওয়ার ইতিহাস ছিল। ভবেশ শুধু সেই পথে পা বাড়ালেন এবার।


ছেলের দেখানো পথেই…


দুজনেই ইতিমধ্যে ত্যাগ করেছেন সংসারের মোহমায়া‌। ছেলেকে দিয়েই এই রীতির শুরুয়াৎ হয়। ২০২২ সালে ছেলের দেখানো পথেই প্রতিজ্ঞা করেছিলেন ভবেশও। সমস্ত সম্পত্তি ত্যাগ করে সন্ন্যাস নেওয়ার প্রতিজ্ঞা। সেই মতোই এবার সম্পত্তি বিলোনোর প্রক্রিয়া শেষ করলেন ভবেশ। তাঁর ও তাঁর স্ত্রীয়ের মোট ২০০ কোটি টাকার সম্পত্তি বিলিয়ে দিলেন কোটিপতি। 


কেমন হবে আগামী জীবন ?


আগামী জীবন পুরোটাই অন্য ধারায় বইবে ভবেশ ও তাঁর স্ত্রীয়ের। একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবরমাফিক, চাকচিক্যপূর্ণ মহামূল্য পোশাক ও স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছেন তাঁরা। শ্বেত পট্টবস্ত্রই এবার থেকে তাদের পরিধেয়। এই পরিধেয়তেই পায়ে হেঁটে ভারত ভ্রমণে বেরোবেন ভান্ডারি পরিবার। সঙ্গে থাকবে দুটো শ্বেতবস্ত্র। কারণ এর বেশি পোশাক সঙ্গে রাখার অনুমতি নেই সন্ন্যাস ধর্মে। অন্যদিকে একটা ঝাঁটা সঙ্গে থাকবে। এর নাম রাজহরণ। এটি সন্ন্যাসীরা যেখানে বসেন, সেই স্থান পরিস্কার করতে ব্যবহার করা হয়। 


রীতি কিন্তু পুরনো


কোটিপতি ব্যবসায়ীদের হঠাৎ করে সন্ন্যাস নেওয়া রীতিমতো চমকের। কিন্তু এই রীতি মোটেই হাল আমলের নয়। বরং জৈন ধর্মের মধ্যে আগেও এই রীতি দেখা গিয়েছে। গত বছরেও এমনই এক গুজরাটি ব্যবসায়ী দম্পতি সন্ন্যাস নিয়েছিলেন। তাঁর ১২ বছর বয়সি ছেলে সন্ন্যাস নেওয়ার পাঁচ বছর পর এই সিদ্ধান্ত নেন তারা। এবার ভান্ডারি পরিবারও হাঁটলেন সেই পথে।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - Guinness World Record: টানা ১২ ঘন্টা ট্রেডমিলে ! কেন ৬৮ কিমি হাঁটলেন গিনেস রেকর্ডধারী সুমিত ?