নয়াদিল্লি: বিশ্ব মানচিত্রে আগাগোড়া উপস্থিতি ছিল। তবে মানুষের মনে জায়গা কয়েক বছর আগে। তা-ও আবার ফুটবলের দৌলতে। কিন্তু এ বার সম্পূর্ণ অন্য কারণে খবরের শিরোনামে ছবির মতো সাজানো দেশ ক্রোয়েশিয়া (Croatia Island Sale)। হুবহু হৃৎপিণ্ডের মতো দেখতে একটি দ্বীপ বিক্রি রয়েছে সেখানে। নামও যুৎসই, ‘আইল্যান্ড অফ লভ’, ভালবাসার দ্বীপ (Island of Love)। প্রেমদিবসেই নিলামে উঠল সেটি।


হুবহু হৃৎপিণ্ডের মতো দেখতে একটি দ্বীপ বিক্রি রয়েছে ক্রোয়েশিয়ায়


অ্যাড্রিয়াটিক সাগরের প্যাসমান প্রণালীর অংশ গ্যালেন্সজ্যা়ক দ্বীপটি বিক্রি রয়েছে। ওই দ্বীপটির আকার হুবহু হৃৎপিণ্ডের মতো দেখতে। সেখানে ছুটি কাটাতে গিয়েছেন বিয়ন্সের মতো হলিউডের তাবড় তারকা। অ্যামাজন কর্তা জেফ বেজোস, ক্রীড়া তারকা মাইকেল জর্ডানও সেখানে অবসর কাটিয়েছেন (Heart-Shaped Island Sale)। এ ছাড়াও বছরভর তারকাদের ভিড় লেগে থাকে ওই দ্বীপে।


ওই দ্বীপে যদিও কোনও হোটেল বা রেস্তরাঁ নেই। তবে গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষা পেতে বিলাসবহুল প্রমোদতরী নিয়ে  সেখানে গিয়ে ওঠেন তারকারা। দ্বীপের বর্তমান মালিক সেটি বিক্রি করে দিতে চাইছেন। দাম রেখেছেন প্রায় ১১ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯১ কোটি টাকা।


আরও পড়ুন: Viral News: হাঁটতে গিয়ে পথভোলা কুকুর, শেষে ট্যাক্সি নিয়ে ফিরতে হল বাড়িতে


দ্বীপের মালিকের প্রতিনিধি সেটির বিক্রিতে মধ্যস্থতা করছেন। তাঁর দাবি, বছরভর ওই দ্বীপে তারকাদের আনাগোনা লেগে থাকে। তবে গোটা দ্বীপ নয়, এক-তৃতীয়াংশ এলাকা বিক্রি করার কথা জানিয়েছেন তিনি, যাতে দ্বীপটিকে সাজানো যায়, গ্রীষ্মকালীন ঠিকানা হিসেবে উপযুক্ত করে তোলা যায়।


ক্রোয়েশিয়ার সমস্ত দ্বীপের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এই গ্যালেন্সজ্যা়ক দ্বীপ। দেশের বিখ্যাত পর্যটনস্থলগুলির মধ্যেও অন্যতম সেটি। ২০১৯ সালে প্রত্নতাত্ত্বিক গবেষণার রিপোর্টে দেখা যায়, আজ থেকে প্রায় ৭ হাজার বছর আগে ওই দ্বীপে মানুষের বসবাস ছিল।


বিয়ন্সে থেকে জেফ বেজোস, তারকাদের পছন্দের গন্তব্য ওই দ্বীপ


ওই দ্বীপটি আয়তনে প্রায় ১০ একর। ইতিমধ্যেই সেটি কিনতে ভিড় করছেন ক্রেতারা। বর্তমানে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ক্রোয়েশিয়া। ওই দ্বীপটি উপযুক্ত দামে বিক্রি না  হলেই নয় বলে মনে করছেন দ্বীপের মালিক। যদিও প্রকৃতির এই অনবদ্য সৃষ্টিকে নিলামে তোল নিয়ে উঠছে প্রশ্ন। তবে এই প্রথম কোনও দ্বীপ বিক্রি হচ্ছে না। আগেও একাধিক বার হয়েছে।