Mahakumbh 2025: কুম্ভমেলা চলছে জোরকদমে। আর এই মহাকুম্ভে এসেই নজর কেড়েছিলেন আইআইটি বাবা অভয় সিং। বেশ কিছুদিন ধরে যদিও তার দেখা পাওয়া যাচ্ছিল না মেলা প্রাঙ্গণে। বড়বড় চুল, মুখভর্তি দাড়ি- এই রূপেই সকলে চিনেছিল অভয় সিংকে। সম্প্রতি ক্যামেরায় (IIT Baba) ধরা পড়েছে তার একেবারে অন্য রূপ। দেখে সহজে চেনাই যাচ্ছে না তাঁকে। বড়বড় চুল কেটে ফেলেছেন, দাড়ি-গোঁফ কেটে ফেলেছেন। একেবারে 'আধুনিক সন্ন্যাসী'র (Mahakumbh 2025) বেশে তাঁকে দেখতেই আরও একবার নজর ঘুরল নেটিজেনদের। এমনকী দেখা গিয়েছে তার পোশাকও বদলে গিয়েছে।
অভয় সিং, যাকে সকলে আইআইটি বাবা নামেই চেনে, তাঁকে যখন এই রূপ বদলের কারণ জিজ্ঞাসা করা হয়, তখন তিনি স্পষ্টই বলেন যে এমন কোনো ব্যাপার নেই যে তপস্যা করছেন বলে বড় বড় দাড়ি তাঁকে রাখতেই হবে। প্রত্যেক ২-৩ মাস অন্তর অন্তর তার যদি মনে হয়, তিনি চুল-দাড়ি কেটে ফেলেন। এতে অস্বাভাবিক কিছুই নেই। তার 'লুক' যেমন বদলে গিয়েছে, তেমনি তার সঙ্গে মানানসই পোশাকও পরতে দেখা গিয়েছে তাঁকে। একটি শার্ট, গায়ে ভাল সোয়েটার আর একটা নতুন শাল গায়ে জড়িয়ে তাঁকে একেবারে আধুনিক সন্ন্যাসী বলেই মনে হচ্ছে। তাঁকে যে সাধারণ মানের একটি ধুতি পরেই দেখা গিয়েছিল কুম্ভমেলায়, সেই ধুতিটিও বাদ দিয়েছেন। এই নয়া শালের নাম জানতে চাইলে আইআইটি বাবা বলেন, এর নাম 'লাজবন্তী'।

এদিন অভয় সিং জানান, 'একদিনে আমি সমস্ত জ্ঞান অর্জন করিনি। একজন সত্যিকারের তপস্বী হতে আমার কয়েক বছর সময় লেগেছে। কিন্তু আমি যে জ্ঞান অর্জন করেছি তা বিতরণের জন্য আমার কাছে উপযুক্ত মাধ্যম বা চ্যানেল ছিল না। হঠাৎ করেই আমি তা খুঁজে পেয়েছি।' এর আগেই এক সাক্ষাৎকারে বিজেপি নেত্রী নুপূর শর্মার ভূয়সী প্রশংসা করেন তিনি এবং আইআইটি বাবা জানান যে আগামীদিনে নুপূর শর্মাই হবেন দিল্লির মুখ্যমন্ত্রী। এমনকী তিনি যে ধর্মের পাশে আছেন, সত্যের পথে আছে, একথা বলতেও ভোলেননি আইআইটি বাবা। মাথার বড় জটা, ছেঁড়া মলিন পোশাকে তাঁকে দেখে অনেকেই চমকে গিয়েছিলেন প্রথমে। টেলিভিশনে তাঁকে দেখতে পেয়ে তার বাবাও ফিরে আসার কাতর অনুরোধ জানিয়েছেন সংবাদমাধ্যমে। কিন্তু তিনি যে আর ফিরতে চাইছেন না, সে কথা স্পষ্ট জানিয়েছেন অভয় সিং।
আরও পড়ুন: Deepak Perwani: ভারতের প্রশংসা করে রোষের মুখে পাক ফ্যাশন ডিজাইনার, কে এই দীপক পেরওয়ানি ?