কলকাতা : নেট মাধ্যমে ঝড় তুলেছে ঝাড়ু ! হঠাৎ ইন্টারনেটে ভাইরাল ঝ্যাঁটা। এই প্রথম নয়। আগেও ঘটেছিল এমনটা। প্যাকেটবন্দি  খাদ্যদ্রব্যের উপর সেই খাবারের পুষ্টি সংক্রান্ত তথ্য লেখা থাকে। অনেকেরই অভ্যেস আছে, কেনার আগে খাবারের পুষ্টি সংক্রান্ত তথ্য বিস্তারিত তথ্য দেখে নেওয়ার। তা বলে ঝাড়ুর পুষ্টি ! শুনে চোখ কপালে উঠছে ? তাহলে ভাইরাল পোস্টটি দেখুন। ভারতীয় ঝাড়ু প্যাকেট করে বিক্রি হচ্ছে। আর তার গায়ে লেখা রয়েছে ঝাড়ুর পুষ্টি গুণ। লাইভ-বার্ড8999 নামক এক ইউজার এই ছবিটি শেয়ার করেছেন  Reddit-এ । শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে  ঝাড়ুর গায়ে লেখা রয়েছে তাতে থাকা মোট ক্যালোরি, ফ্যাট ও  অন্যান্য পুষ্টি সংক্রান্ত তথ্যের বিবরণ ! 


ঝাড়ুর প্যাকেটে লেখা নিউট্রিশন ডিটেলের মধ্যে রয়েছে , ইয়েলো স্টোন গ্রাউন্ড কর্ন, ক্যানোলা অয়েল, নুন, লেবু। ঝ্যাঁটার প্রোটিন থেকে ফাইবার, কী কী পুষ্টি নেই !  জানেন এই ঝ্যাঁটা থেকে কত পুষ্টি পাওয়া যেতে পারে ? লেবেল দাবি করছে পুরো ১৫০ ক্যালরি। ভাবা যায় ? এই পোস্ট দেখে নেটিজেনদের মধ্যে হাসির রোল পড়ে যায়। পোস্টটিতে হাজারে হাজারে লাইক পড়তে সময় লাগেন। সংখ্যাটা বেড়েই চলেছে। কেউ আবার মজা করে লিখেছেন, ওজন কমানোর জন্য সেরা খাদ্য ! আরেক জন আবার বলেছেন,এটি খেলে  এক ধাক্কায়  ১৫০ ক্যালোরি গলে যায়। কেউ আবার লিখেছেন, এখন বুঝলাম কেন মা এটা দিয়ে মারতেন।  লেবেলে উল্লিখিত প্রোটিনের পরিমাণ উল্লেখ করে একজন ব্যবহারকারী লিখেছেন, আমি ১ গ্রাম প্রোটিনের কথাই ভাবছি। কেউ আবার বলেছেন, ভারতীয় মায়েরা বাচ্চাদের এই ক্যালোরি দিয়ে যত্ন নেন।






সবমিলিয়ে'নিউট্রিশন ফ্যাক্টস' লেবেল সহ ভারতীয় ঝাড়ুর ভাইরাল ছবিটি নিয়ে নেটমাধ্যমে মস্করার শেষ নেই।  


আরও পড়ুন :


মাথার ভিতরে প্রাণঘাতী অ্যামিবা, নিশ্চিত মৃত্যু-মুখ থেকে ফিরল কেরলের কিশোর, কী সেই মারণরোগ? 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে