নয়াদিল্লি: খাবার নিয়ে মন্তব্য করেই চরম ট্রোলড এক ভারতীয় ডাক্তার। নেটদুনিয়ায় তার মন্তব্য ঘিরে তুমুল শোরগোল শুরু হয়েছে। তিনি দাবি (Indian Doctor) করেছেন যে দুধ এবং পনির এগুলি কোনোভাবেই নিরামিষ (Vegetarian Food) খাবার নয়। যেহেতু এগুলি কোনো প্রাণীর থেকে উৎপন্ন হচ্ছে, তাই এগুলিকে মাংসের মতই এক গোত্রে (Non Veg Food) রাখা উচিত। আর এই বক্তব্যকে ঘিরেই নিন্দা, সমালোচনা, কুৎসার ঝড় নেটদুনিয়ায়।

জনৈক এক্স ব্যবহারকারী একটি খাবারের থালার ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেন যেখানে খাবারের মধ্যে ছিল পনির, মুগডাল, স্যালাড, নারকেল, আখরোট এবং ক্ষীর। এই ব্যক্তি এই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন 'এটি একটি সম্পূর্ণ নিরামিষ আহার যাতে ভরপুর প্রোটিন, ভাল ফ্যাট এবং ফাইবার আছে।' এই পোস্টের কমেন্টেই প্রতিক্রিয়া জানিয়ে ভারতীয় ডাক্তার ডা. সিলভিয়া কারপাগম লেখেন, 'পনির এবং দুধ কোনোভাবেই নিরামিষ খাবার নয়। মাংস, মাছের মত এগুলিও আদপে প্রাণীজ খাদ্য।'

আর এই মন্তব্য লিখে পোস্ট করতেই মুহূর্তের মধ্যে তুমুল ভাইরাল হয়ে যায় এই পোস্ট এবং সিলভিয়ার এই মন্তব্যকে ঘিরে নেটিজেনদের সমালোচনা, নিন্দা চলতে থাকে চরমে। শোরগোল পরে নেটমাধ্যমে। এই দাবির বিরুদ্ধে বহু মানুষ নিজেদের মত প্রকাশ করতে থাকেন এবং বেশিরভাগেরই বক্তব্য, 'পনির এবং দুধ খাওয়ার জন্য কাউকে হত্যা করা হয়নি'।

অন্য আরেক নেটিজেন লেখেন, 'কারো প্রাণ নেওয়া হয়নি, এটাই অতি উচ্চস্তরের ব্যাপার, এক অর্থে মহান ব্যাপার। এটি যদি নিরামিষও হয় কার তাতে কি। মানুষ নিরামষ খাবার বলতে শুধু শাকসবজিকে বোঝে, তাই তারা তা পছন্দ করে না। তাই তারা মাছ-মাংস খাওয়ার বিরুদ্ধে। কিন্তু দুধ আর মাংস তো এক জিনিস নয়।' সিলভিয়াকে কটাক্ষ করে আরেক নেটিজেন লেখেন, 'আপনি ভেগান ধারণার ভুল ব্যাখ্যা করে এই মনোভাবকে কলঙ্কিত করছেন। দুধ এবং মাংস এক জিনিস নয়। এটা একটা সাধারণ ব্যাপার। আপনার নিচ মানসিকতার প্রকাশ হচ্ছে এতে'।

এত বিরূপ মন্তব্যের ঝড়ের মুখে ডা. সিলভিয়া কারপাগম লেখেন, 'যদি এই যুক্তিই মেনে নিতে হয় তাহলে ডিম তৈরি বা সংগ্রহের সময় তো কোনো মুরগিকেই হত্যা করা হয় না, তাহলে তাকে আমিষ বলা হয় কেন ?' কিন্তু এতে সেভাবে জনমত তৈরি হয়নি। বরং বেশিরভাগ মানুষই তাঁকে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে বিদ্ধ করেছেন।

আরও পড়ুন: UIDAI Jobs: আধার দফতরে চাকরির সুযোগ, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন; কত আসন, কারা যোগ্য ?