Gaza Viral Post: ভারতে যে বিস্কুটের দাম ৫ টাকা, তাই বিক্রি হচ্ছে ২৪০০ টাকায় ! খাবার নিয়ে চরম কালোবাজারি ! নিত্যদিনের খাবারের টাকা জোগাড় করাই দুঃসাধ্য হয়ে উঠেছে মানুষের কাছে। এই দেশের করুণ অবস্থার চিত্র আরও স্পষ্ট হল একটি ভাইরাল পোস্টে। ৫ টাকার বিস্কুট (Parle-G BIscuit) এখন এই দেশের মানুষের কাছে বিলাসিতা। যুদ্ধবিধ্বস্ত গাজা (Viral News) থেকে একটি পোস্ট সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে যেখানে এক বাবা তাঁর সন্তানকে কোলে করে নিয়ে বসে আছেন আর তাঁর সামনে ছড়ানো অনেকগুলি পার্লে জি বিস্কুটের প্যাকেট। পোস্টের ক্যাপশন থেকেই জানা যায় যে একটা পার্লে জি বিস্কুটের দাম হয়ে গিয়েছে ২৪০০ টাকা।

২০২৩ সালের অক্টোবর মাস থেকে ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হয়। আর তারপর থেকে ভৌগোলিক ও অর্থনৈতিক দিক থেকে অবরূদ্ধ ক্ষেত্র হয়ে উঠেছে গাজা। যুদ্ধবিধ্বস্ত এই দেশ থেকে সম্প্রতি একটি ভাইরাল পোস্ট অনেক ভারতীয়দের অবাক করেছে। গাজার এক বাসিন্দা মহম্মদ জাওয়াদ, শেয়ার করেছেন যে তিনি ২৩৪২ টাকারও বেশি দামে একটি পার্লে জি বিস্কুটের প্যাকেট কিনেছেন। এক প্যাকেট পার্লে জি বিস্কুটের দাম ২৪ ইউরো।

এক্স পোস্টে সেই ব্যক্তি মহম্মদ জাওয়াদ লেখেন, 'আমি অবশেষে রভিফকে তাঁর পছন্দের বিস্কুট কিনে দিলাম। আর দাম যদিও ১.৫ ইউরো থেকে লাফিয়ে হয়ে গিয়েছে ২৪ ইউরো, কিন্তু এর পরেও রভিফকে তাঁর পছন্দের বিস্কুটের ব্যাপারে না করতে পারলাম না'। অর্থাৎ তাঁর মতে আগে এই বিস্কুটের দাম ছিল ১৪৬ টাকা আর তা এখন হয়ে গিয়েছে ২৩৪২ টাকা।

ফলে এই ভাইরাল পোস্ট থেকে যুদ্ধবিধ্বস্ত গাজার করুণ অবস্থার কথা স্পষ্ট জানা যায়। গাজার ক্রমবর্ধমান সঙ্কটের চিত্র ফুটে উঠেছে এখানে। মৌলিক চাহিদার জিনিস, সাধারণ খাবারও সেখানে বহুমূল্য হয়ে উঠেছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গিয়েছে দাম। এই বছরের ২ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত প্যালেস্তিনীয় এই ভূখণ্ড সম্পূর্ণ অবরুদ্ধ ছিল। পরে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে কয়েকটি ট্রাককে দেশের ভিতরে ঢুকতে দেওয়া হয়। কিন্তু সাহায্য যখন আসে, তখন তা সীমিত এবং প্রায়ই অপর্যাপ্ত। আর এই অভাবের কারণে কালোবাজারি মাথাচাড়া দিয়ে উঠেছে। খাদ্যপণ্য যা ত্রাণ হিসেবে পাঠানো হয় তাই মাত্রাছাড়া দামে বিক্রি হচ্ছে গাজায়। পার্লে-জি বিস্কুটের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এক কেজি চিনির দাম গাজায় চলছে ৫ হাজার টাকা আর আলুর দাম ২ হাজার টাকা।