Viral Video: ১৫ সেকেন্ডে তিনজন যাত্রীকে টিকিট দিচ্ছেন এক ব্যক্তি। রেল স্টেশনের (Rail Ticket) টিকিট কাউন্টারে দাঁড়িয়ে প্রায় ১০০ শতাংশ যাত্রীরই অভিযোগ থাকে যে প্রবল দেরিতে টিকিট দিচ্ছেন কাউন্টারে বসা লোক। কিন্তু এইসব অভিযোগ নস্যাৎ হয়ে যাবে সম্প্রতি ভাইরাল (Viral Video) হওয়া একটি ভিডিয়ো দেখলে। সেখানে দেখা গিয়েছে, আক্ষরিক অর্থেই এক ব্যক্তির হাত চলছে যেন রোবটের মতো। এখন প্রায় সব স্টেশনেই টিকিট কাটার জন্য আধুনিক মেশিন রাখা হয়। যাত্রীদের অনেকে অবশ্য সেই মেশিন ব্যবহারে সড়গড় নন। তাই তাঁদের সাহায্য করার জন্য অনেকসময় থাকেন রেলকর্মীরা। এবার তেমনই এক কর্মীর (Indian Railway Staff)  ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।


 






ভাইরাল হওয়া ভিডিয়োতে ওই ব্যক্তিকে দেখে বোঝাই যাচ্ছে বেশ বয়স হয়েছে তাঁর। কিন্তু বয়সের ভারে মোটেই ন্যুব্জ নন তিনি। বরং কর্মদক্ষতায় তরুণ প্রজন্মের যে কাউকে দশ গোল দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। কার্যত মেশিনের গতিতে যাত্রীদের টিকিট দিচ্ছেন তিনি। আধুনিক মেশিনের টাচস্ক্রিনের উপর হাত বোলাচ্ছেন তড়িৎ গতিতে। দেখে মনে হবে যেন জলজ্যান্ত রোবট। এই ভিডিয়ো দেখে নেটিজেনদের সকলেই চমকে গিয়েছেন। বৃদ্ধ ব্যক্তির কাজের দক্ষতা দেখে মুগ্ধ তাঁরা। ওই ব্যক্তিকে কুর্নিশ জানিয়েছেন সকলে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ট্যুইটারে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে Mumbai Railway Users- এই অ্যাকাউন্ট থেকে। সোশ্যাল মিডিয়া ভাইরাল হলেই এই ঘটনা কোথাকার তা অবশ্য নিশ্চিত ভাবে জানা যায়নি।


রেল স্টেশনে কাউন্টার থেকে প্রিন্ট করে টিকিট দেওয়ার কাজ বেশ সময়সাপেক্ষ। তাই সময় বাঁচাতেই চালু হয়েছে মেশিন। তবে অনেক স্টেশনেই মেশিন খারাপ থাকে বলে অভিযোগ শোনা যায়। কোথাও বা মেশিন থাকে কিন্তু যাত্রীরা তা চালাতে পারেন না। আর সেই সময় রেলকর্মী সাহায্যের জন্য না থাকলে অগত্যা সেই লাইন দিতে হয় কাউন্টারে। তবে সব স্টেশনে যদি এই ব্যক্তির মতো সুপারফাস্ট কেউ থাকেন তাহলে বোধহয় আর যাত্রীদের কোনও অভিযোগ থাকবে না।


আরও পড়ুন- বসকে হোয়াটসঅ্যাপ সম্ভাষণে 'হেয়', তোলপাড় নেটদুনিয়া