শ্রীনগর: আকাশে চোখ (night sky) রাখতে ভালবাসেন? নক্ষত্র (star), গ্রহ (planet), গ্রহাণু (asteroid), ধূমকেতুদের(comet) খোঁজে ঘণ্টার পর ঘণ্টা কখন কেটে যায় টের পান না? তা হলে আর তিনটে মাস অপেক্ষা করুন। লাদাখের (ladakh) হ্যানলে-তে (hanle) চালু হতে চলেছে এ দেশের প্রথম 'নাইট স্কাই স্যানচুয়ারি'। মহাকাশ-পর্যবেক্ষণ ঘিরে পর্যটনে উৎসাহ দিতেই সম্পূর্ণ নতুন এই জায়গাটি তৈরি করা হচ্ছে, জানালেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ। 


একনজরে খুঁটিনাটি...
চাঙ্গথাঙ্গ অভয়ারণ্যের অংশ হিসেবে লাদাখের হ্যানলে-তে ওই 'নাইট স্কাই স্যানচুয়ারি' চালু হবে। অপটিক্যাল, ইনফ্রারেড ও গামা-রে ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপ থাকছে বিশ্বের এই উচ্চতম নাইট স্কাই স্যানচুয়ারি-তে। গত ৩ সেপ্টেম্বর লাদাখের উপরাজ্যপাল রাধাকৃষ্ণ মাথুরকে গোটা বিষয়টি জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। তখনই প্রকাশ্য়ে আসে, ওই কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন, লাদাখ অটোনমাস হিল ডেভলপমেন্ট কাউন্সিল এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স-র মধ্যে একটি ত্রিপাক্ষিক মউ সাক্ষর হয়েছে। স্থানীয় পর্যটনে উৎসাহ দিতে ও বিজ্ঞান এবং প্রযুক্তির প্রয়োগে আর্থিক উন্নয়নে জোর দেওয়ার জন্যই এই উদ্যোগ, জানিয়েছে কেন্দ্র। তবে কেন্দ্রীয় মন্ত্রী সে সঙ্গে এও জানান, যে স্বাভাবিক পরিস্থিতিতে মহাকাশের বৈজ্ঞানিক পর্যবেক্ষণে অনেক বাধা রয়েছে। তবে সংশ্লিষ্ট সব পক্ষই যে হাত হাত মিলিয়ে রাতের আকাশকে অকারণ দূষণের হাত থেকে রক্ষার চেষ্টা করবেন, সে কথাও বলেছেন তিনি। উল্লেখ্য, হ্যানলে লাদাখের মরুভূমির শীতল অংশের মধ্যে পড়ে।। মানুষের তৈরি যে কোনও ধরনের বাধা-বিপত্তির থেকে এমনিতে অনেকটাই দূরে। এখানে আকাশ সাধারণত পরিষ্কার থাকে। বছরভর আবহাওয়া শুকনো। সব মিলিয়ে dark sky reserve হিসেবে আদর্শ জায়গা। কেন্দ্রীয় মন্ত্রীর আশা, মহাকাশ-পর্যবেক্ষকদের যাঁরা বৈজ্ঞানিক ভাবে গ্রহ, তারা, ধূমকেতুূ, গ্রহাণু-সহ মহাজাগতিক বস্তু ও ঘটনা দেখতে চাইবেন তাঁদের কাছে অত্যন্ত জনপ্রিয় হবে এই জায়গা। সেই আশা থেকেই গোটা উদ্যোগ।


পরিকল্পনা আরও...
এতেই শেষ নয়। লাদাখের এই 'নাইট স্কাই স্যানচুয়ারি'-র পাশাপাশি আরও বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। যেমন আগামী বছর থেকে লাদাখ শিক্ষামেলা নামে একটি আলাদা ও বড় প্যাভিলিয়ন করবে কেন্দ্র। কোন বিষয় নিয়ে লেখাপড়া করতে হবে, কোন দিকে দক্ষতা বাড়াত হবে সেই বিষয় নিয়ে আলোচনা হবে ওই মেলায়। কী ভাবে চাকরি পাওয়া যেতে পারে তাও আলোচনা হবে ওই মেলায়। 


আরও পড়ুন:সাইরাস মিস্ত্রির মৃত্যুতে শোকবার্তা প্রধানমন্ত্রীর, ট্যুইট বাংলার মুখ্যমন্ত্রী-সহ বিশিষ্টদের