নয়াদিল্লি: ফের ট্যুইটারে (twitter) শোরগোল ফেললেন শিল্পপতি (industrialist) আনন্দ মাহিন্দ্রা (anand mahindra)। এবারের বিষয়? ডাক্তারদের 'হাতের লেখা' (handwriting)। ভাবছেন তো, এই নিয়ে আবার কী ট্যুইট করলেন বিশিষ্ট শিল্পপতি? তা হলে একটু খোলসা করা যাক।


কী ট্যুইট শিল্পপতির?
রবিবার একটি ভিডিও ট্যুইট করেছেন মাহিন্দ্রা। কী দেখা যাচ্ছে তাতে? অল্প কথায় বললে, হাতের লেখার বিবর্তন। মানে ধরুন, এক জন স্কুলপড়ুয়া থেকে বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার পথে কী ভাবে হাতের লেখার অধঃপতন হয়, তারই একটা মজার ভিডিও শেয়ার করেছেন বিশিষ্ট শিল্পপতি। সঙ্গে ক্যাপশন,'মজার, কিন্তু নির্জলা সত্যি।' সকালে ট্যুইট হতে না হতেই মুহূর্তে তোলপাড় পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। রিট্যুইট, লাইক ও ভিউজের বান ডাকে। সঙ্গে পক্ষে-বিপক্ষে কমেন্টও আসে বিস্তর। অনেকে সহমত জানিয়ে কমেন্ট করেন। এক জন আবার লেখেন, 'ওপিডি-তে ৭ ঘণ্টায় ১০০ জনেরও বেশি রোগীর প্রেসক্রিপশন লিখতে হয় আমাদের...দেশের শহুরে অংশে তো আমরা এই কাজ এখন ডিকটেশন দিয়েই সেরে ফেলি...কিন্তু ভারতে যে পরিমাণ ডাক্তারের অভাব তাতে অদূরপ ভবিষ্যতে অন্তত এই সমস্যার সমাধান হবে না।' অন্য এক জন আবার জানিয়ে দেন, ভিডিওটি আদপেই হাস্যকর লাগেনি তাঁদের। বরং প্রত্যেক চিকিৎসককে যে চাপে কাজ করতে হয়, তাতে সকলেরই এই ভয়টা কাজ করে। তবে কম-বেশি সকলেই যে ভিডিওটির সঙ্গে একাত্ম বোধ করেছেন, সেটা স্পষ্ট। বহু ট্যুইটারেট্টি যে প্রেসক্রিপশন পড়তে গিয়ে কষ্টের মুখোমুখি হন, সেটাও জানিয়ে দেন শিল্পপতির পোস্টের নিচেই। 


বার বার তোলপাড় ট্যুইটার...
এর আগেও সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের বার্তা দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন আনন্দ মাহিন্দ্রা। গত জুলাইয়েই যেমন পরমজিৎ সিং নামে এক আপাত সাধারণ অটোচালককে নিয়ে তাঁর ট্যুইট হইচই ফেলে দেয়। ওই অটোচালককে নিজের 'স্টার্ট আপ হিরো' বলে পরিচয় দিয়েছিলেন শিল্পপতি। লিখেছিলেন, 'উনি যা করেছেন তার জন্য স্টার্ট আপ শুরু করার থেকেও বেশি সাহস লাগে। নতুন করে জীবনের দিকে এগিয়ে গিয়েছেন উনি। এক বার নয়, দুবার।' ঠিক কী করেছিলেন পরমজিৎ? কেন তাঁকে নিয়ে এত উচ্ছ্বসিত শিল্পপতি ? গল্পটিও লেখা ছিল পরতে পরতে। এক অসামান্য লড়াইয়ের গল্প, হার না-মানা মানসিকতাকে কুর্নিশ জানানোর কাহিনি। এরকমই নানা ধরনের ট্যুইট করে নেটিজেনদের মুগ্ধ করে রাখেন শিল্পপতি।


এবারও তাঁর ব্য়তিক্রম হল না।


আরও পড়ুন:অতিমারি পরিস্থিতিতে বাড়ির একমাত্র রোজগেরে কে ছিলেন? মুখ খুললেন কিং খান