নয়াদিল্লি: চোখের সামনে প্রিয় তারকাকে দেখে সামলে রাখতে পারেননি নিজেকে। অনুমতির তোয়াক্কা না করে কার্যত হামলে পড়েন। আর তার জেরে ‘অপরাধী’ তকমা পেলেন জাপানের এক মহিলা। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড BTS-এর সদস্য় Jin-কে চুম্বন করায় ‘ওয়ান্টেড’ হিসেবে পুলিশের খাতায় নাম উঠল তাঁর।  (BTS Member Jin)


BTS-এর অসংখ্য অনুরাগী রয়েছেন। ব্যান্ডের প্রত্যেক সদস্যের পৃথক ফ্যানক্লাব রয়েছে পৃথিবীর সর্বত্র। সেই BTS-এর সদস্য Jin মহিলাদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। গত বছর এক মহিলা কার্যত ঝাঁপিয়ে পড়ে চুম্বন করেন তাঁকে। সেই নিয়েই আইনি টানাপোড়েন শুরু হয়েছে। (K-pop Band BTS)


দক্ষিণ কোরিয়ায় প্রত্যেক নাগরিকের সেনায় কার্যকালের মেয়াদ পূরণ করা বাধ্যতামূলক। BTS সদস্যদেরও সেই নিয়ম পালন করতে হয়। ১৮ মাস সেনায় কাটিয়ে গতবছর ফের নিজের স্বাভাবিক জীবনে ফেরেন Jin. অনুরাগীরা যাতে তাঁকে কাছ থেকে দেখতে পান, তার জন্য বিশেষ আয়োজন হয়। সেখানে হাজার হাজার মানুষ ভিড় করেন। তাঁদের সামনে পারফর্মও করেন Jin.


প্রতিযোগিতায় জিতে আসা কিছু অনুরাগীকে আলিঙ্গনও করেন Jin. সেই সময় জাপানের এক মহিলা তাঁকে জড়িয়ে ধরে চুম্বন করেন। ওই মহিলা এমন আচরণ করবেন, তা কল্পনা করতে পারেননি Jin. মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টাও করেন তিনি। কিন্তু তত ক্ষণে চুম্বনের মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে গিয়েছে। পরে ওই মহিলা বলেন, “আমার ঠোঁট ওর গলা স্পর্শ করে। কী নরম ত্বক।”


কিন্তু ওই ঘটনাকে ঘিরে বিতর্ক শুরু হয়। তারকা বলেই তাঁদের সঙ্গে যা ইচ্ছে তাই করা যায় কি না, অনুমতি ছাড়া চুম্বন করা যায় কি না, প্রশ্ন তোলেন অনেকেই। সেই মতো অপরাধমূলক মামসা দায়ের হয়। শুরু হয় তদন্তও। যে মহিলা ওই কাণ্ড ঘটান, তাঁকে জাপানের বাসিন্দা, মধ্য ৫০-এর এক নাগরিক বলে চিহ্নিত করা হয়। সমন পাঠানো হয়েছে তাঁকে। 


BBC জানিয়েছে, ওই মহিলা জাপানেই রয়েছেন এই মুহূর্তে। তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে তাঁকে। গোপনীয়তা রক্ষায় তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি। 


২০১৩ সালে K-Pop ব্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করে BTS. ব্যান্ডের সাত সদস্য, RM, Jin, Suga, J-Hope, Jimin, V, Jungkook-প্রত্যেকেই অসম্ভব জনপ্রিয়। তাঁদের মধ্যে Jin এবং J-Hope-এর সেনায় কার্যকালের মেয়াদ শেষ হয়েছে। বাকিদের এখনও বাকি। ২০২৬ সালে ফের তাঁরা একত্রিত হবে বলে জানা যাচ্ছে।