নয়া দিল্লি: চাকরি খুঁজতে খুঁজতে নাজেহাল অবস্থা। সেই সময়ই নজরে আসে একটি বিজ্ঞাপন, যা দেখে তো চক্ষু চড়কগাছ পরিস্থিতি। বিজ্ঞাপনে যা লেখা আছে তার অর্থ নিয়ে কাঁটাছেঁড়া করলে হয়- বরফঠান্ডা মর্গে মৃতদেহদের সঙ্গে ১০ মিনিট করে কাটাতে হবে। তবেই মাস গেলে মিলবে বেতন!            


চাকরি না পেতে পেতে অনেকসময় চিন্তায়, ভয়ে হাত-পা ঠান্ডা হয় ঠিকই। তবে চাকরির বিজ্ঞাপন দেখে এমন শিহরণ খেলে যাওয়ার মতো ঠান্ডা লাগতে পারে কল্পনাতীত হতে পারে অনেকের কাছেই। তবে হেলায় পাওয়া যাবে না এই চাকরি।     


সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, এই কাজ মূলত 'মর্গের ম্যানেজারের'। এই চাকরি করতে গেলে সম্ভাব্য প্রার্থীদের অবশ্যই পুরুষ হতে হবে। বয়স ৪৫ বছর বা তার কম। নূন্যতমভাবে জুনিয়র সেকেন্ডারি স্কুল শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং ২৪-ঘন্টা শিফটে কাজ করা ক্ষমতাধর হতে হবে। কঠিন পরীক্ষায় সফল প্রার্থীদের তিন বছরের চুক্তিতে মিলবে এই চাকরি। বেতন ভারতীয় মুদ্রায় ২৫ হাজার টাকার মতো। 


এই মাসের ১১ তারিখ এই চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। সংবাদসংস্থায় প্রকাশিত তথ্য অনুসারে, রীতিমত কঠোর পরীক্ষা নিয়েই লোক নিয়োগ করতে চাইছে কর্তৃপক্ষ।                                


আরও পড়ুন, খাবার পরিবেশনে দেরি কেন? রাগে বিয়ে ভাঙল বর! পরের দিনই নিজের বোনকে বিয়ে!


Rushan Xinmike Human Resources Co., Ltd. এই নিয়োগের বিজ্ঞপ্তিটি জারি করেছে বলে চৈনিক সংবাদমাধ্যম সূত্রে খবর। সেখানে মূলত এই সিকিউরিটির কাজটিই করতে হবে। তবে এই পরীক্ষায় আবেদন করতে হলে ফি- ও জমা করতে হবে। আবেদনের সঙ্গে ভারতীয় মুদ্রায় ৮১৬ টাকা ফি বাবদ জমা দিতে হবে।                   


তবে এখনও পর্যন্ত কত জন এতে আবেদন করেছেন তা জানা যায়নি। আদৌ কি এই চাকরি করতে চাইছেন কেউ? এ বিষয়ে আর এই চাকরির বিজ্ঞপ্তি নিয়েই তুমুল বিতর্ক তৈরি হয়েছে নেটমহলে।             



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে